আপনার গ্রাফিক ডিজাইনার হওয়ার কারন কি?

আপনার গ্রাফিক ডিজাইনার হওয়ার গল্প ছোট্ট করে তুলে ধরতে পারেন।

1 Like

সুনির্দিষ্ট কোন কারণ নেই।আকাআকি করা প্যাশন ছিল বলে এই ক্যারিয়ারে আসাটা সহজ হয়েছে। প্রথমত দেখলাম গ্রাফিক ডিজাইনারদের ক্রিয়েটিভ কাজকর্ম নিয়েই পড়ে থাকতে হয়। প্রতিনিয়ত নতুন নতুন চ্যানেঞ্জ সামলাতে হয়। তার সাথে রয়েছে আকাআকির প্যাশন। প্রতিনিয়তই নতুন নতুন কিছু এক্সপ্লোর করতাম। সবমিলিয়ে লাইফটাকে এনজয় করা যায়।

1 Like

হতে চেয়েছিলাম ওয়েব ডেভেলপার। কিন্তু হয়ে গেলাম ডিজাইনার। মানে সাইড হিসেবে শিখে রাখতে গিয়ে এখন গ্রাফিক নিয়ে পড়ে আছি

2 Likes

কোনো কারণ নেই, শখের বসে শেখা।

1 Like