GitHub co-pilot, ChatGPT, Open AI যে ভাবে এগিয়ে যাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার ধ্বংসের দিকে, আসলেই কি তাই? আজ এই ব্যাপারেই কথা বলতে চলেছি
কেন দরকার ওয়েব ডেভেলপমেন্ট?
আপনার নিজের অনলাইন ফুট প্রিন্ট এর জন্য একটা পোর্টফলিও ওয়েবসাইট লাগবে, নিজের একটা বিজনেজ দাড়করানোর জন্য দরকার ই কমার্স ওয়েবসাইট, নিজের ভাবনা গুলো লিখে প্রকাশের জন্য দরকার ব্লগ সাইট, নিজের রেস্টুরেন্ট এর রেসিপি সেল করার জন্য ও একটা ওয়েবসাইট দরকার। এরকম হাজারো প্রয়োজনে আমাদের ওয়েবসাইটের দরকার হয়। সময়ের সাথে সাথে এই প্রয়োজনীয়তা কিন্তু বাড়বে। তাই ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার আমার মনে হয়ে সলিড একটা জায়গায় আছে। মানে আপনি যদি ভালো কাজ জানেন তবে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে নতুন স্কিল ডেভেলপমেন্ট, নিজকে আপডেট রাখায় ফোকাস করা উচিত।
চেলেঞ্জ কি?
WordPress এর Elementor, webflow, shofify এর মত অনেক প্লাটফর্ম আছে, যেখানে আপনি কোন কোড না লিখেই একটা ওয়েবসাইট বানাতে পারবেন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর না জেনে ও সহজে canva দিয়ে ভালো ডিজাইন বানানো যায়। সময়ের সাথে সাথে গত কয়েক বছরে অনেকগুলো AI এসেছে যারা অনেকের কাজ কেড়ে নিয়েছে।
ভয়টা কোথায়?
কিন্তু GitHub co-pilot, ChatGPT, Open AI যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সব কাজ তো AI করবে, আমারা তো তাহলে জব লেস হয়ে যাব। এই চিন্তা যাদের মাথায় এবার কথা বলব এই টপিকে।
যেমন:
- এখন ফটো বেকগ্রাউন্ড রিমুভের কাজ অনেক কম বা নেই বললেই চলে কারন ফটোশপে এখন এটা এক ক্লিকেই করা যায়।
- PSD to HTML এর মত কাজ করে এখন আর জীবন চলে না।
- রিয়েক্ট ভিউ এর যুগে জেকুয়ারির দাপট নেই বললেই চলে
- টেলউইন্ড এসে বুক্সট্রাপএর জনপ্রিয়তা নিয়ে নিয়েছে
খুজলে এমন অনেক উদাহরন পাবেন, কমেন্টে জানান ইতমধ্যে হারিয়ে যাওয়া কিছু জব সেক্টর এর নাম, তো সে যাই হোক,
AI কে ভয় লাগছে?
কম্পিউটার অনেক কিছু করতে পারে কিন্তু কম্পিউটারের বুদ্ধি নেই, আর প্রগ্রামিং এ আমাদের অনেক কাজ করতে হয় যাতে বুদ্ধির দরকার হয় যা AI পারবে না। আবার অনেক কাজ AI পারলেও মানুষ তা নিজেই করবে। নিজকে আপডেট করতে হবে সময়ে সময়ে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেহেতু AI এর নিজের বুদ্ধি নেই তাই সে নিজে কখনোই আপনার বিকল্প হতে পারবে না। আপনি তাকে আপনার হেল্পিং হেন্ডে পরিনত করতে পারেন। তাকে দিয়ে আপনি কোড লিখিয়ে নিতে পারবেন কিন্তু আপনার প্রোজেক্টে এ কোড আপনাকেই লিখতে হবে, আগে আমরা সমস্যা গুগলে বের করে কোড কাস্টোমাইজ করে নিজের মত ব্যাবহার করতাম আর এখন কোড আমারা সরাসরি পেয়ে যাচ্ছি। তাই AI আমাদের কম্পিটিটর না এটা আমাদের helping hand হতে পারে যদি আপনি একে ঠিক ভাবে ব্যাবহার করতে পারেন। আমার মনে হয় না এটা আমাদের জব রিপ্লেস করতে পারবে।
উদাহরন দেই, WordPress এর থিম, প্লাগিন আনেক আছে এবং এরা প্রায় সব কাজ করতে পারে তারপরো WordPress developer এর এত চাহিদা, কেন? কারন প্রতিটা কোম্পানির পছন্দ আলাদা, প্রয়োজন আলাদা। তাই কাস্টম রিকয়ারমেন্ট অনুযায়ী কাজ করার জন্য সব সময় ই developer লাগে। আর এ কারনেই আমার মনে হয় AI কখনোই জব রিপ্লেইস করতে পারবে না এবং carrier as a web developer is excellent.
কিভাবে AI কে ব্যাবহার করা উচিত?
কিন্তু আমি সব সময় aI ব্যাবহার কে টপ প্রায়োরিটি দিতে চাই না, কারণ GitHub copilot কিছু দিন ব্যাবহার করার পর নিজের ব্রেন কে ব্যাবহার করতে ইচ্ছে হয় না, যেটা আমার মনে হয়েছে লং টার্মে প্রোগ্রামিং থিংকিং, কম্পিটিটিভ কোডিং এ প্রভাব ফেলছে তাই আমি এগুলো কম ব্যাবহার করি। আমার মনে হয় এখানে একটা বেলেন্স করা দরকার। প্রথমে নিজে ট্রাই করে না পারলে তখন ,ai যদি দ্রুত প্রজেক্ট জমা দিতে হয় তখন ai কিন্তু সব সময় ai না। এটা আমার মতামত। আপনি যদি মনে করেন যে, আপনার কোন সমস্যা নাই তাহলে সেটা আপনার ইচ্ছে।
আমার মতামত
অনেক ডেটা ব্যাবহার করে AI আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু সিসুয়েশান অনুযায়ি উত্তর দেয়া AI এর জন্য অসম্ভব। আর হ্যাঁ
যদি আপনি জব হারান তবে তার জন্য AI এর দোষ না, আপনি নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করতে পারেন নি।
তাই নিজের স্কিল ডেভলপমেন্টে ফোকাস করেন।
আপনার মতামত কমেন্টে জানান।