ডেভলপারস এসোসিয়েশন এর প্রয়োজন কতটুকু?

বাংলাদেশে আমার জানামতে অরাজনৈতিক ভাবে কোনো ডেভলপারস এসোসিয়েশন নেই। চাকরী সহ বিভিন্ন ক্ষেত্রে ডেভলপাররা বিভিন্ন সমস্যার সম্মূখিন হয়। কিছু উদাহারণ দেইঃ
১। আন পেইড ইন্টার্নিশিপ
২। আন্তর্জাতিক মানদন্ডের তুলনায় কম স্যালারি
৩। স্যালারি সময় মত পরিশোধ না করা
৪। অনেক সময় দীর্ঘ সময় স্যালারি বন্ধ রাখে পরে ভেঙে ভেঙে প্রদান করে তাও বাকী থেকে যায়
৫। অযুহাত তৈরি করে ইনক্রিমেন্ট বা বিভিন্ন কন্ট্রাক্ট ঠিক মত না মানা

এই অভিযোগ গুলো বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা।আরো অনেক ছোট বড় অভিযোগ থাকে যেগুলো আপনারা জানাতে পারেন।

একটি ডেভলপারস এসোসিয়েশন থাকলে সেখান থেকে এই ধরণের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কাজ করতে পারে৷ যদিও এক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। কিন্তু এটার প্রয়োজনীয়তা কম নয়।

অভিজ্ঞরা আপনাদের মতামত জানালে ভালো হয়।

3 Likes

বাংলাদেশে সফটওয়ার এসোসিয়েশন আছে বেসিস। কিন্তু এরা সরকারের লেজুড়বৃত্তি করে। আসল দাবী-দাওয়া তুলে ধরার কোন সাহস তাদের নাই। তবে তারা মেম্বারদের বিশেষ কিছু সুবিধা দেয়। কিন্তু ডেভেলপারদের টার্গের করে কোন এসোসিয়েশন নাই। থাকলেও তারা কিন্তু আপনার উদাহারণের কাজগুলা করতে পারবে না। এই কাজগুলা হল অর্গানাইজেশন এসোসিয়েশন যেমন বেসিস এর কাজ। ডেভেলপার এসোসিয়েশন পার্সোনাল জিনিসগুলা নিয়ে কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশে আইটি সেক্টরে যেই লেভেলের কামড়া-কামড়ি তাতে করে এসোসিয়েশনের মত ঝামেলা কেউ মাথায় তুলে নিতে আসবে না। কারন যোগ্য লোকের অনেক কাজ, অযোগ্য লোক এসোসিয়েশন করতে আসে সেই কারনেই।

1 Like

আপনাদের মত সিনিয়র ভাই দের কাছে আমরা এই ধরণের উদ্যেগ প্রত্যাশি

কিছু Developers এটা নিয়ে উদ্যোগ নিয়েছে । চাইলে এই গ্রুপে এড হয়ে পরামর্শ দিতে পারেন.

অসংখ্য ধন্যবাদ । জোরালো ভাবে এরকম উদ্যেগ নেওয়া প্রয়োজন