বিগিনার হিসাবে টাইম ম্যানেজমেন্ট

টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করেন। বিগিনার হিসাবে কিভাবে টাইম ম্যানেজ করতাম, বা অন্য কিছু। গাইডলাইন দেন, টাইম ম্যানেজ করতে পারিনা, টাইম পাইনা, মোটিভেশান হারিয়ে ফেলি ইত্যাদি ইত্যাদি। আপনার জন্য আজকের এই পোস্ট।

জেনারেলভাবে এই পোস্ট করা। এখানে আপনি কি শিখবেন সেটা বলি নাই। হতে পারে প্রোগ্রামিং, হতে পারে ডিজাইনিং, হতে পারে ইসলামিক কিছু, ইহকালীন বা পরকালীন। আপনার চয়েজ। আপনার পরিস্থিতি, লাইফ গোলস সব হিসাব করে এই টাইপের উপদেশ এপ্লাই করবেন।

:green_circle: বিগিনার হিসাবে টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করা লাগবে না। ১৬-২০ ঘন্টা পড়াশোনা করবেন এবং কাজ শিখবেন। ফজর থেকে শুরু করবেন, এশার পর ঘুমানোর আগ পর্যন্ত কাজ করবেন আর কাজ শিখবেন। উঠতে কাজ শিখবেন, বসতে শিখবেন, ঘুমাতে ঘুমাতে শিখবেন, ঝিমাতে ঝিমাতে শিখবেন। বাসে শিখবেন, রিক্সায় শিখবেন, হাটতে হাটতে শিখবেন।

:green_circle: আপনার যদি দুইদিন পরপর মোটিভেশান হারানোর ব্যারাম থাকে তাহলে শুধু ফজরের পর শিখতে বসবেন। ফজরের পর তিন চার ঘন্টা যথেষ্ট। প্রতিদিন গোল সেট করবেন, যদি সেটা ফেইল করেন প্রতি সপ্তাহে গোল সেট করবেন। জাস্ট অতটুকু ফোকাস করবেন। একটা সপ্তাহে ১৬৮ ঘন্টার ভিতর যদি ২০-৪০ ঘন্টাও সময় না দিতে পারেন, তাইলে আর শিখবেন কি?

:green_circle: অফিস বা অন্য কোন কারণে টাইম না মেইনটেইন করতে পারলেও ফজরে ট্রাই করবেন। না পারলে স্যারকে বলে অফিস টাইম কমিয়ে নিবেন, সেটাও না পারলে অফিসের টাইম শেষে অফিসে বসে কাজ শিখবেন। দরকার হলে এক ঘন্টা আগে যাবেন এক ঘন্টা পরে ফিরবেন। কিন্তু রাস্তায় সময় নষ্ট করবেন না। সেটাও না পারলে রাস্তায় পডকাস্ট শুনবেন বা বই পড়বেন, বা কুরআন তিলাওয়াত শুনবেন, বা অন্য কিছু। টাইম নষ্ট করা যাবে না।

:green_circle: হাতে খাতা কলম রাখবেন। মাথায় লিখবেন না, খাতায় লিখবেন। মাথা দিয়ে নয়, খাতা দিয়ে চিন্তা করবেন। যেটা শিখবেন, খাতায়, যখন শিখবেন, খাতায়। খাতা আর কলম, পেপার আর পেন, এগুলা আপনার নিত্য সঙ্গী হতেই হবে। নো এক্সেপশন। দিনের শুরুতে বা শেষে নিজের অগ্রগতি চেক করবেন। কি শিখলেন, কি শিখেন নাই এগুলা দেখবেন। ভালো করলে নিজেকে রিওয়ার্ড দিবেন, খারাপ করলে নিজেকে শাস্তি দিবেন। টাইম মত করার চেষ্টা করবেন। যাই করবেন টাইম সেট করে করবেন।

:red_circle: শুধু একটা সময় শিখবেন না। তা হলে এশার পর রাত জেগে কাজ শেখার নাম নিবেন না। কারণ শেখার থেকে ফেসবুকে রিলস দেখা আর মুভি দেখার প্রতি টান বেশি থাকে তখন। রাতের পরিবেশ অন্যরকম হয়। ব্রেইন হালকা স্লো কাজ করে। দিনে ঘুম কম হলে রাতে আরো স্লো কাজ করবে ব্রেইন। আর দিনে ঘুম কম হওয়াই স্বাভাবিক, চারিদিকে শব্দ আর আলোতে গ্রোথ কম হবে।

:red_circle: শুক্রু শনি বা বন্ধের দিন বেশি শিখবেন ঠিক আছে, কিন্তু বন্ধের দিনের জন্য সব রেখে দিবেন না। প্রতিদিন যেমন ভাত খাইতে হয়, তেমনি প্রতিদিন শিখবেন। সপ্তাহে ছয় দিন না খেয়ে একদিন খাইলে যেমন স্বাস্থ্য নষ্ট হয়, তেমনি ছয় দিন না শিখে একদিন শিখলেও ব্রেইন পাওয়ার নষ্ট হয়। কনসিস্টেন্সি ধরে রাখা রুটিন করা থেকেও বেশি ইম্পরট্যান্ট।

:red_circle: কবে শিখা শেষে ডলার কামাবেন এইসব মোটিভেশান খোঁজ করার দরকার নাই। পাগলের মত শিখবেন। যতক্ষন না কেউ আপনাকে পাগল বলবে ততক্ষণ শিখবেন। শিখতে শিখতে পাগল হয়ে যাবেন তাও শেখা বন্ধ করবেন না। এটা শিখে ফেলসি ওটা শিখে ফেলসি, এখন কি করব হেন তেন এইসব চিন্তা বাদ। এইগুলা করলে টাইম ম্যানেজমেন্ট করে লাভ হবে না।

:red_circle: খেলাধুলা, বিনোদন, ক্রিকেট, ফুটবল, ব্যাটবল, নায়ক, নায়িকা, ট্রল, ফান, মিমস এগুলা আপনার টাইমলাইনে থাকলে টাইম ম্যানেজমেন্ট শিখে লাভ হবে না। দুই মিনিট এগুলা নিয়া গল্প করবেন, হুট করে ঘড়িতে দেখবেন দুই ঘন্টা কেমনে কেমনে পার হয়ে গেসে। জীবনে এত বিনোদন দরকার নাই। বিনোদন আপনার ক্যারিয়ার গড়ে দিবে না, আপনার ক্রাইসিস টাইমে হেল্প করবে না।

:yellow_circle: বিগিনার হিসাবে হয় আপনার ক্যারিয়ার নাইলে আপনার মজা মাস্তি, দুইটার একটা পিক করবেন। এত ব্যালেন্স রাখার দরকার নাই, এত রুটিন করার দরকার নাই। রুটিন করলেই মাথায় আসবে আচ্ছা থাক, কাল থেকে শুরু করব। কিন্তু কাল কখনোই আসবে না।

:yellow_circle: যাবার আগে দুইটা বই সাজেশন দিই, বই পড়ুয়া হলে কাজে আসবে, নাইলে হুদা কিনে লাভ নাই, পড়ার টাইম ম্যানেজ করা কঠিন হবে। “সিয়ান পাবলিকেশন থেকে টাইম ম্যানেজমেন্ট” আর “গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রোডাক্টিভ মুসলিম”। আরো অনেক টেড টক হাবিজাবি আছে। কিন্তু এত কিছু দিলে আবার কালকের জন্য রেখে দিবেন। তারচেয়ে বরং যা দিসি তা ফলো করতে পারেন কিনা দেখেন।

160 Likes

ধন্যবাদ ভাই একদম সেম চক্করে পড়ে আছি।

masha allah valo laglo

1 Like

বাসে বসেই পড়ে নিলাম :heart:

অসাধারণ ভাই। ফজরের পর যেদিন থেকে ঘুমানোর বদলে লার্নিংএ মন দিয়েছি, সেদিন থেকেই এক অসাধারণ পরিবর্তন লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ।

6 Likes

রাত জেগে শেখ হয়,
ওঠা হয় দেরিতে :disappointed::disappointed:

It would be very helpful for me. Thanks a lot, brother.

অসাধারণ!! এইটা আমি মনেকরি সবার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই :purple_heart:

জাজাকল্লাহ খাইরান।

আপনি একটা জিনিস।
– কাউসার আলম

3 Likes

এইটা আমি খুব মেনে চলি, হাতের পাশে দুইটা পিসি থাকা সত্তেও খাতা কলম ই আমার শেষ ভরসা

3 Likes

টাইম ম্যানেজমেন্ট নিয়ে সুন্দর লিখেছেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ

অসাধারন টিপস ভাই, ইনশাল্লাহ্ কাজে লাগবে :heart:

Mashallah দারুন লিখেছেন।

1 Like

Sokal balar time ta kub effective :green_heart:

টাইম ম্যানেজমেন্ট থেকে লাইফ ম্যানেজমেন্ট হবে ইনশাআল্লাহ

Kaje lagate parle vlo but seitai to mushkil, Amdr mindset mne hcce amdr noy onno karo. jai hok, Onk onk shukriya

শুধু একটা সময় শিখবেন না। তা হলে এশার পর রাত জেগে কাজ শেখার নাম নিবেন না :disappointed_relieved:

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে হয়ত নতুন এক দিন দেখব

Alhamdulillah . Onek kichu sikhlam