Synology NAS সার্ভার নিয়ে কাজ করেছেন কেউ?

আমার একটা ক্লায়েন্ট তার পিএইচপি প্রজেক্টের মিডিয়া ফাইল গুলো Synology NAS সার্ভার এ রাখতে চাচ্ছে।
আমি একই কাজ Amazon S3 bucket এ করেছি এর আগে। কিন্তু Synology NAS সার্ভার এর API কানেক্ট করতে পারতেছিনা।

এর জন্য কোনো পিএইচপি প্যাকেজ জানা আছে কারো?

কেউ হেল্প করতে পারবেন?