কিছু Start করলে শেষ করি না, Course অর্ধেক দেখে রেখে দেই।
নতুন বই📖 শুরুই করি শেষ করি না।
একটা Initiative নিলাম কিছুদিন পর ছেড়ে দিলাম।

এতে উপরে উপরে হয়ত কোনো সমস্যা Feel হচ্ছে না, কিন্তু ভিতরে Subconscious Mind এ

যখন Realize করছি যে, আমি কোন কিছু শুরু করলে শেষ করি না। তখন Confidence ডাউন হতে থাকে।
এতে Future এ কোন idea বা Opportunity আসলে আমরা Second Thought দেওয়া শুরু করি, সেটা পুরোপুরি Sure না হওয়া পর্যন্ত শুরুই করি না।
Risk Tolerance কমে যাচ্ছে আর আমি কোন কিছু করতে নিলে অনেক দ্বিধা দ্বন্দ্বে পরে যাচ্ছি,
যে আসলেই কি এটা Continue করতে পারবো নাকি? কারণ আগে কোনটা শেষ করি নাই!
Initiative নিয়ে ভুল করলেও হয়ত-
Experience টা কাজে লাগাতে পারতাম,
Confidence থাকতো,
কিন্তু কোন কাজ শেষ না করার কারণে এখন নিজের Success কেই ভয় পাচ্ছি,
যে আসলেই আমাকে দিয়ে Successful হওয়া সম্ভব?
Subconsciously আমি একটা Loser Mindset নিয়ে Grow করছি।
কোন একটা পরিবর্তন আসলে, একটা নতুন Opportunity আসলে, Over Analysis করতে করতে সেটা আর করা হচ্ছে না।
এতে Career এর দিক দিয়ে অন্তত 6 মাস, 1 বছর পিছিয়ে যাবো। আর পদে পদে Frustration এ ভুগবো।
তাই যখন কোন Commitment করছি বা নতুন Decision নিচ্ছি আমাকে Determined হতে হবে,
সেটা যেভাবেই হোক শেষ করব।
একটা Certain Level পর্যন্ত গিয়েই থামবো।
তাহলে একটা Winning Mindset Create হবে
& সবসময় Confidence নিয়ে কাজগুলো করতে পারবো।