Seo এর দক্ষতা ও শেখার মডিউল।

অনেক দিন থেকেই ভাবছিলাম আবার লেখা লেখি বা ভিডিও মেকিং এ আবার সক্রিয় হবো। কাল রাতে যখন রাসেল ভাই এর ইনভাইটেশন পাইলাম তখন মনে হলো শুরু করি আবার। কেউ দেখলে দেখবে আর না দেখলে কখনো হয়ত বা কারো উপকার এ আসবে। সেই চিন্তা ভাবনা থেকেই আবার একটা কোর্স মডিউল ডেভেলপ করে ফেলেছি। এই মডিউল এর উপরে ইনশাআল্লাহ লেখালেখি ও ভিডিও মেকিং শুরু করব। আপনাদের জানানোর জন্যে কোর্স এর মডিউল শেয়ার করছি। আশাকরি আমার এই প্রয়াস থেকে আপনাদের সামান্য হলেও উপকার হবে। আর আপনার পরিচিত সকল কে BDIT Community তে ইনভাইট করবেন।

https://cutt.ly/ueOYftl7
পুরা মডিউল এইখানে পাবেন। আপনার মতামত একান্ত কাম্য।

58 Likes

Ekta Sundor Course er module o hote pare ata !!

3 Likes

এই মডিউল ফলো করে কেউ শিখতে পারলে একজন দক্ষ এসইও পারসন হয়ে উঠবে।

3 Likes

ধন্যবাদ আপনাকে @imrouf ভাই সুন্দর একটি আউটলাইন শেয়ার করার জন্য, যারা নতুন এসইও শিখবে তাদের অনেক কাজে আসবে।

2 Likes

আপনাদের জন্যে ভিডিও বানানো শুরু করেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও পাওয়া শুরু করবেন। তার জন্যে আলাদা টপিক খোলা হবে। এইখানে কোর্স মডিউল শেয়ার করা হলোঃ আগামী ৩ দিন আমি এই মডিউল এর পরিমার্জন ও সংশোধন এর কমেন্ট নেব। আপনার যদি একান্ত মতামত থাকে বা কিছু সংযোজন বা বিয়োজন এর প্রয়োজন হয় আমাকে রিপ্লাই তে জানাতে পারেনঃ ফাইনাল মডিউল পাবেন নিচের লিঙ্ক এ।
https://cutt.ly/ueOYftl7

11 Likes

দারুন কোর্স মডিউল ভাই :heart: সম্ভব হলে বোনাস মডিউলে ওয়ার্ডপ্রেসের সাথে শপিফাই, উইক্স এসইও এড করতে পারেন (যদি প্রয়োজন মনে করেন)।
.
কন্টেন্ট ক্রিয়েশন মডিউলে এআই কন্টেন্ট ক্রিয়েশন (উইথ হিউমেন টাচ) এড করা যেতে পারে।
.
আর, আপনি যেহেতু এসইও সেক্টরে রিমোট জব করেছেন, আপনার রিমোট জব নিয়ে অভিজ্ঞতা শেয়ারের একটা বোনাস মডিউল কোর্সের শেষে এড করতে পারেন। কিভাবে এই কোর্স করে আমরা লার্নাসরাও রিমোট জব করতে পারি, কোন কোন টপিক্স, কি কি বিষয় ফোকাস রাখা লাগবে, কোথায় পাওয়া যায় এই রিমোট জব ইত্যাদি নিয়ে একটা “এক ফাইলই যথেষ্ট” টাইপ একটা মডিউল চাই :woozy_face:

এরপর দেখেন যা ভালো মনে করেন ভাই :hugs:

4 Likes

Puro module’ta dekhlam, thik thak mone hoyeche amr. Good initative vai.

1 Like

এআই কনটেন্ট নিয়ে সাথে কিভাবে কন্টেন্ট যাচাই বাছাই আর আপডেট করবেন এইটা নিয়ে এর পরেও একটা মডিউল আসবে ইনশাআল্লাহ

4 Likes

অনেক ভালো উদ্যোগ ভাইয়া। আপনার কাছে থেকে এডভান্স নতুন অনেক কিছু শিখতে পারবো এটা ভাবতে অনেক ভালো লাগছে। আপনার সার্বঙ্গিন মঙ্গল কামনা করি।

পুরো কোর্স মডিউলটা পড়লাম এবং খুব ভালো লাগলো (যদিও অলমোস্ট এগুলো বেসিক)।
তবে যারা বিগেনার আছেন তাদের জন্য এটা খুব উপকারী হতে পারে।

Waiting for videos to watch

আমি এই প্লাটফর্মে একবারে নতুন, ক্লাস গুলো কিভাবে কি হবে একটু ধরনা দিবেন কেউ দয়া করে…

অনেক ধন্যবাদ ভাই। ভিডিও গুলা কবে থেকে পাওয়া যাবে?

ঠান্ডায় গলার অবস্থা খারাপ ছিল, এখন মোটামুটি আলাহামদুলিল্লাহ। আজ থেকে ভিডিও বানানো শুরু করব। ভিডিও পেতে ২-১ দিন সময় লাগবে

3 Likes

আজকে পুরো সুস্থ হয়েছি, ভিডিও বানানো শুরু করেছি

4 Likes

ভাই ভিডিও এর আপডেট কি?

1 Like