অনেক দিন থেকেই ভাবছিলাম আবার লেখা লেখি বা ভিডিও মেকিং এ আবার সক্রিয় হবো। কাল রাতে যখন রাসেল ভাই এর ইনভাইটেশন পাইলাম তখন মনে হলো শুরু করি আবার। কেউ দেখলে দেখবে আর না দেখলে কখনো হয়ত বা কারো উপকার এ আসবে। সেই চিন্তা ভাবনা থেকেই আবার একটা কোর্স মডিউল ডেভেলপ করে ফেলেছি। এই মডিউল এর উপরে ইনশাআল্লাহ লেখালেখি ও ভিডিও মেকিং শুরু করব। আপনাদের জানানোর জন্যে কোর্স এর মডিউল শেয়ার করছি। আশাকরি আমার এই প্রয়াস থেকে আপনাদের সামান্য হলেও উপকার হবে। আর আপনার পরিচিত সকল কে BDIT Community তে ইনভাইট করবেন।
আপনাদের জন্যে ভিডিও বানানো শুরু করেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও পাওয়া শুরু করবেন। তার জন্যে আলাদা টপিক খোলা হবে। এইখানে কোর্স মডিউল শেয়ার করা হলোঃ আগামী ৩ দিন আমি এই মডিউল এর পরিমার্জন ও সংশোধন এর কমেন্ট নেব। আপনার যদি একান্ত মতামত থাকে বা কিছু সংযোজন বা বিয়োজন এর প্রয়োজন হয় আমাকে রিপ্লাই তে জানাতে পারেনঃ ফাইনাল মডিউল পাবেন নিচের লিঙ্ক এ। https://cutt.ly/ueOYftl7
দারুন কোর্স মডিউল ভাই সম্ভব হলে বোনাস মডিউলে ওয়ার্ডপ্রেসের সাথে শপিফাই, উইক্স এসইও এড করতে পারেন (যদি প্রয়োজন মনে করেন)।
.
কন্টেন্ট ক্রিয়েশন মডিউলে এআই কন্টেন্ট ক্রিয়েশন (উইথ হিউমেন টাচ) এড করা যেতে পারে।
.
আর, আপনি যেহেতু এসইও সেক্টরে রিমোট জব করেছেন, আপনার রিমোট জব নিয়ে অভিজ্ঞতা শেয়ারের একটা বোনাস মডিউল কোর্সের শেষে এড করতে পারেন। কিভাবে এই কোর্স করে আমরা লার্নাসরাও রিমোট জব করতে পারি, কোন কোন টপিক্স, কি কি বিষয় ফোকাস রাখা লাগবে, কোথায় পাওয়া যায় এই রিমোট জব ইত্যাদি নিয়ে একটা “এক ফাইলই যথেষ্ট” টাইপ একটা মডিউল চাই