কিভাবে SaaS ডেভেলপমেন্ট শুরু করতে পারেন

SaaS বা সফটওয়ার এস এ সার্ভিস - মূলত সফটওয়্যার ডিস্ট্রিবিউশন মডেল যেখানে আপনি মূলত সফটওয়্যার হোষ্ট করবেন এবং অন্যরা সেটা ব্যাবহার করবে।

আমাদের দেশ থেকে মূলত ডাউনলোডেবল সফটওয়্যার বেশী তৈরি হয় যেমন থিম, প্লাগিন, গেমস ইত্যাদি। বেশী বেশী SaaS তৈরি না হওয়ার মুল কারন হচ্ছে আমাদের মাইন্ডসেট, যেটা আমি এই লেখায় এড্রেস করার চেষ্টা করব।

আমাদের কিছু মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে আমরা ভাল কিছু SaaSeডেভলপ করতে পারি।

ছোট থেকে শুরু করা

আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমেই বড় চিন্তা করি যেমনঃ X/Yeম্যানেজমেন্ট সিস্টেম। আমি অনেকের সাথে কথা বলেছি যারা শুরু করতে চায় কিন্তু ছোট কোন আইডিয়া করতেই পারে না। প্রোডাক্টের ব্রেকডাউন করতে প্যারাটা একটা বড় স্কিল।

আপনারা যে কোন ইস্টাব্লিশ বড় কোন ম্যানেজমেন্ট সিস্টেমের ছোট একটা পার্ট করতে পারেন। শুরুতেই বড় করতে গেলে ফেইল করার সম্ভাবনা ১০০%।


কাটিং এজ টেক

আপনি যেই ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক পারেন সেটা দিয়ে শুরু করেন। কোন ফ্রেমওয়ার্ক না পারলে শুধু ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করেন। আপনার কাস্টমার কেয়ার করে না আপনি কি দিয়ে প্রোডাক্ট ডেভেলপ করেছেন বা কোথায় হোষ্ট করছেন, তারা কেয়ার করে আপনি কতখানি রিলায়েবল।

একটা সিঙ্গেল পি এইচ পি ফাইলে, জেকুইয়রি এবং সিকুয়েল লাইট ডাটাবেজ যতেষ্ট একটা টুল লঞ্চ করার জন্য।


কে এবং কেন?

কি বানাবেন সেটা গুরুতপুর্ন না, কার জন্য বানাবেন সেটা বেশী গুরুত্ব পুর্ন। আমরা কি বানাব সহজেই বুঝে ফেলি কিন্তু ধরা খাই পরেরটাতে।

কিছুদিন আগে অনেক সিনিয়র একজন সফটওয়্যার কোম্পানির মালিক আমার কাছে এসেছিল তার একটা প্রোডাক্টের কনসালটেন্সির জন্য। উনার প্রোডাক্ট রেডি এখন লঞ্চ করতে হবে কিন্তু উনি পুরোপুরি ভুল প্রোডাক্ট বানিয়েছেন।

ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য বানানো উনার প্রোডাক্ট এবং উনি টার্গেট করছেন জিম মালিক আবার একই সাথে ফিটনেস কোচ। যার কারনে উনার প্রোডাক্ট এ অনেক ফিচার কিন্তু উনার কাষ্টমার কে উনার ক্লিয়ার আইডিয়া নাই।

এখন জিম মালিকের যেই ফিচার লাগবে তা কোচের লাগবে না আবার কোচের যা লাগবে তা জিম মালিকের লাগবে না। ২ টাইপের ইউজার আসলে ২টা ইন্ডাস্ট্রি এবং দুই ধরনের সেলস স্ট্রাটিজি লাগবে।

আপনি যদি সবার জন্য প্রোডাক্ট বানান তাহলে কারো জন্যই আসলে বানান নাই


ডিস্ট্রিবিউশন বুঝা

মার্কেটিং বললেই আমাদের মাথায় আসে কন্টেন্ট রাইটিং নাহলে ইনবক্স স্পামিং। এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে। মার্কেটিং এর মুল হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই টপিকে অনেক লম্বা আলোচনা করা যায় সেটা পরে কোন দিন লিখব ইনশাল্লাহ।

আপনার টুল যদি দেশী মার্কেটের জন্য না হয় তাহলে আপনাকে ফেসবুক থেকে বের হয়ে আসতে হবে। ফোকাস করেন টুইটার, লিঙ্কডিন এবং রেডিট এ।

সেখানে আপনার একটা ফলোয়ার বেজ তৈরি করেন আস্তে আস্তে যেটা আপনার মুল ডিস্ট্রিবিউশন চ্যানেল হতে পারে।


লেখা আমার জন্য অনেক কঠিন তার উপর বাংলায় লেখা! আমি ভিডিও বানাতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন https://www.youtube.com/@ParvezAkther

বানান ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, আমি চেষ্টা করব বেশী বেশী লেখার ইনশাল্লাহ।

@admins SaaS নিয়ে কোন ক্যাটাগরি না থাকায় অফটপিকে লিখলাম। প্রয়োজন মনে করলে চেঞ্জ করে দিতে পারেন।

22 Likes

বাহ দারুণ লেখা। ডিনার কোথায় করবেন বলেন।

যেখানে নিয়ে যাবেন, আমি ছোট মানুষ চাহিদাও কম :smiley:

অসাধারন লেখা। উদ্যোক্তা ইঞ্জিনিয়ারদের কাজে আসবে।

এইটাই আসল পয়েন্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

1 Like

তার্কির কথা বিডি কমিউনিটি তে চলতে পারে না। :stuck_out_tongue:

great post bhai. I hope apni regular likhben.

জিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করতে পারেন বা ক্রোমে Speech anywhere এক্সটেনশান

2 Likes

Awesome. Thanks for sharing, vai. Jazakallahu Khair.

ছোট থেকে শুরু করা

এটি একটি SASS অ্যাপ্লিকেশন/পণ্য শুরু করার জন্য একটি ভাল পয়েন্ট। এই ধরনের কন্টেন্ট জন্য অনেক অনেক ধন্যবাদ.