আসসালামু ওয়ালাইকুম সবাইকে
হঠাত করে saas শিখতে ইচ্ছা হওয়াতে এখানে জানতে চাওয়া।
আমি চাইলেই গুগল বা ইউটিউব এ এ বিষয়ে সার্চ করে জানতে চাইলাম।
কিন্তু ভাবলাম আমাদের কমিউনিটি থেকে জানি।
তো saas শিখতে হলে কি কি স্কিল আগে থেকে থাকতে হবে ?
কোনো কোডিং স্কিল ছাড়া কি saas মেইক করা সম্ভব?
saas নিয়ে আর কিছু না জানায় ভালো প্রশ্নও করতে পারলাম না।
দয়া করে আর কি কি জানা উচিত উত্তরে জানাবেন।
ধন্যবাদ সবাইকে যারা এই প্লাটফর্ম তৈরি করেছেন।
ভাই, স্যাস মানে জানার চেষ্টা করুন। এটার মানে হল সফটওয়ার অ্যাজ এ সার্ভিস। মানে যেসব সফটওয়ারের সার্ভিস সেল করা যায়। স্যাস শিখতে হলে আপনাকে সফটওয়ার ডেভেলপিং শিখতে হবে। আপনি এসব বিষয় জানতে গেলে আগে চ্যাটজিপিটির ব্যবহার শিখুন ভালো করে।
1 Like