React/Vue/Angular এর বাইরেও কয়েকটা হাই পেয়িং ফ্রন্টএন্ড সেক্টরস

পপুলার ফ্রন্টএন্ড লাইব্রেরী যেমন React, Vue, Angular, Svelte ইত্যাদি ছাড়াও বা এগুলোর সাথে কাজ করার জন্য আরও অনেক অনেক শাখা-প্রশাখা আছে। ওইগুলোর ভালো ডিমান্ডও আছে, আবার ওইগুলোর ডেভেলপার কম বলে হাই পেয়িং কাজও আছে।

এগুলোর মধ্যে পছন্দমতো একটা বা ক্ষেত্র বিশেষে কয়েকটার মিশ্রণে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ আছে, কিন্তু আমরা তা জানি না। কিন্তু বাহিরের দেশে বা ফ্রিল্যান্সিং এ এগুলোর অনেক চাহিদা আছে ।

যেমনঃ

১। 𝗚𝗦𝗔𝗣 - JavaScript এর সবচেয়ে পপুলার এনিমেশন লাইব্রেরী। awwwards এর সহ আরও কত কত শোকেস সাইটে যে এই GSAP ব্যাবহার করা হয়, তার হিসেব নাই। গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে GSAP ব্যাবহার হয়ে আসছে এবং রিসেন্টলি Webflow GSAP কে কিনে নিয়েছে। তাই বলার অপেক্ষা রাখে না যে এটা আরও অনেক পপুলার হবে।

অন্যান্য বেসিক ফ্রন্টএন্ড স্কিলের পাশাপাশি এই একটা স্কিল অর্জন করতে পারলে আপনি এটার উপড়েই নিজের ক্যারিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ্‌। একেক সময় একেক JavaScript ফ্রেমওয়ার্ক এর চাহিদা থাকে। কিন্তু ওয়েব এনিমেশন এর ক্ষেত্রে আপনি GSAP কে সব জায়গায়ই ব্যাবহার করতে পারবেন। যদিও কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক এর আবার আলাদা এনিমেশন লাইব্রেরীও আছে। যেমন - React এর জন্য Framer Motion। কিন্তু তার পরেও GSAP সবজায়গায় ই ব্যাবহার হচ্ছে, হবে।

২। 𝗧𝗵𝗿𝗲𝗲.𝗷𝘀 - ওয়েবে 3d এনিমেশনসহ আরও অনেক অনেক রকমের কাজের জন্য Three.js লাইব্রেরী ব্যাবহার হয়ে থাকে। GSAP এর সাথে কম্বিনেশনে এই লাইব্রেরী দিয়েও ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ আছে। এটা শেখা আসলে কঠিন, আবার যারা পারে তাঁদের জন্য সহজ ( আমি ব্যাসিক পারি আর কি)। যদি কয়েকজোন গ্রুপ করে একসাথে ৬ মাস - ১ বছর এটার পিছনে লেগে থাকা যায়, তবে ইনশাআল্লাহ্‌ আপনার ক্যারিয়ারের অনেক সম্ভাবনার দোয়ার খুলে যাবে। ধীরে ধীরে স্কিল ও এক্সপেরিএন্স অর্জন করতে করতে কয়েক বছর পর আর পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ্‌। আর এই কাজের বাজেটও অনেক।

৩। 𝗠𝗮𝗽𝗽𝗶𝗻𝗴 / 𝗚𝗜𝗦: আমি বেশ কিছু ডেভেলপার এর প্রোফাইল ঘেঁটে দেখেছি তাঁরা শুধু Mapping / GIS রিলেটেড কাজই করে তাঁদের আয়ও মাশাল্লাহ ($ 80k, 100k, 300k + ইত্যাদি)। অনেক রকমের কাজ আছে এই সেক্টরে এবং অনেক এডভান্স কাজের আবার অনেক চ্যালেঞ্জও আছে। Google Maps API বা Mapbox (Mapbox GL JS + Mapbox Studio) বহুল ব্যাবহার হয়ে থাকে। আর Mapbox দারুণ জোস একটা জিনিস. বিভিন্ন 3d সিট প্ল্যানার, 3d এরিয়া ম্যাপ যেমন বড় কোন স্টেডিয়ামের কোথায় কি আছে তা দেখানো, ষ্টোর লোকেটর, ম্যাপের কাস্টম লুক ইত্যাদি অনেক কাজ আছে। আরও কিছু লাইব্রেরী / সার্ভিস আছে যেমন - Leaflet.js, OpenStreetMap, MaplbreGL, MapTiler, ArcGIS, CesiumJS, Deck.gl ইত্যাদি। সুবিধামতো স্কিল অর্জন করতে পারলে শুধু এই ম্যাপিং সেক্টরেও হাই পেয়িং ক্যারিয়ার গড়ার সুযোগ আছে।

৪। 𝗗𝗮𝘁𝗮 𝗩𝗶𝘀𝘂𝗮𝗹𝗶𝘀𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗗3.𝗷𝘀, বিভিন্ন চার্ট লাইব্রেরী): আমি Upwork এ এমন কিছু হাই প্রোফাইল দেখেছি, যারা শুধু d3.js এবং সাথে অন্যান্য কিছু চার্ট লাইব্রেরী নিয়েই কাজ করে। এবং এগুলোর ভালো ডিমান্ড ও বাজেট আছে, কিন্তু ডেভেলপার কম। Interactive Data Visualisation এর অনেক দারুণ দারুণ এপ্লিকেশন বানানো হয় এবং এই সেক্টরেও হাই পেয়িং ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। ওয়েব ছাড়াও আরও অন্যান্য অনেক Data Visualisation এর টুলস আছে যেমন - Tableau, Powerpoint ইত্যাদি।

এগুলো আমার নিজের অবজারভেশন। আমি যদি আমার ক্যারিয়ার এর শুরুতে বুজতাম, তবে এগুলোর যেকোনটার পিছনে সময় দিতাম। কিন্তু ক্যারিয়ার এর ১০ বছর+ পাড় করে আমার এখন শুধু শিখা না, রুজির পিছনেও দৌড়াতে হয়। তারপরেরও আমি অনেক চেষ্টা করি শেখার জন্য। কিন্তু একা একা পেড়ে উঠি না। যেমন -

  1. গতমাসে creativecodingclub[dot]com থেকে GSAP এর $149 ডলারের একটা বান্ডেল কোর্স অফারে কিনে নিয়েছি।
  2. দুই বছর আগে Bruno Simon এর Three.js Journey কোর্সটা $92 প্রাইস ( অফারে নিয়েছিল্যাম্ব $69 তে ) কিনে নিয়েছি। যদিও সময় ও সুযোগের অভাবে কোর্সটা বেশিদূর আগাতে পারিনি।

React / Vue / Svelte / Angular - অবশ্যই এগুলোতে অনেক ডিমান্ড ও ভালো আয়ের সুযোগ আছে। কিন্তু এখানে প্রতিযোগিতাও অনেক। সেকারণে বিকল্প বা এইগুলোরই সহযোগী হিসেবে আপনারা উপড়ের সেক্টরেও আগাতে পারেন। আপনারাও আপনাদের জানা অন্য সেক্টরগুলোও কমেন্টে আমাদের সবাইকে জানাতে পারেন।

**আমার এখনো মনে আছে করোনার শুরুতে আমি একটানা ৬ মাস শুধু 𝐇𝐓𝐌𝐋𝟓 𝐂𝐚𝐧𝐯𝐚𝐬 এর বিভিন্ন লাইব্রেরী নিয়ে 𝐫&𝐝 করেছিলাম। এর ৩/৪ মাস পর আবার এগুলো নিয়ে একটানা ৩/৪ মাস ঘেঁটেছিলাম। 𝐏𝐢𝐱𝐢.𝐣𝐬, 𝐏𝟓.𝐣𝐬, 𝐓𝐡𝐫𝐞𝐞.𝐣𝐬 এমন আরও অনেক কিছু নিয়ে গেটেছিলাম। কিন্তু একটা পর্যায়ে গিয়ে একা একা গিয়ে আর পারতাম না। **

আমার প্রবল ইচ্ছা আছে কয়েকজনের সাথে গ্রুপ করে উপড়ের এক বা একাধিক টপিকের উপর আরও স্কিল বাড়ানোর। কারণ আমি এগুলোতে মনের গভীর থেকে প্রচুর আকর্ষণ ফিল করি। আমি অলরেডি এগুলোতে ক্লায়েন্টের বা জবে কাজ করেছি, কিন্তু আরও স্কিল বাড়াতে চাই। আগেই বলেছি ~ এখন আমার হাতে শিখার সময় কম, তারপরেও যতটুকু পারি সময় বের করতে, করব ইনশাআল্লাহ্‌।

লেখা অনেক বড় হয়ে গিয়েছে, দুঃখিত। কিন্তু লেখার বিষয়বস্তুগুলো কারো কারো উপকারে আসতে পারে।

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।

#frontenddeveloper #frontenddeveloper_faridulhassan

3 Likes