ফেসবুকের পেইজ থেকে ডিজিটাল সার্ভিস কিনেছেন কেউ ? যেমন চ্যাটজিপিটি, Quillbot ইত্যাদির সাবস্ক্রিপশান ?

দৈনন্দিন জীবনে আমাদের প্রায়ই বিভিন্ন রকমের ডিজিটাল সার্ভিস নেওয়া লাগে। হতে পারে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান, হতে পারে চ্যাটজিপিটির সাবস্ক্রিপশান অথবা উইন্ডোজ এর জেনুইন কপি কেনা থেকে শুরু করে Grammarly, Amazon , Quillbot ইত্যাদি অসংখ্য সার্ভিস আমাদের প্রায়ই প্রয়োজন হয়।
যাদের ডুয়েল কারেন্সির কার্ড আছে , তারা তো মাশাল্লাহ বেঁচে গেছেন। কিন্ত আমার মত যাদের এধরনের কোন কার্ড নেই , তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। বিভিন্ন জনের কাছে প্রায়ই ধর্না দিতে হয় অথবা ফেসবুকের বিভিন্ন পেইজ থেকে সার্ভিস নিতে হয়। এখন এখানে সবচেয়ে বড় যে ইস্যুটা ফেইস করতে হয় সেটা হচ্ছে - ট্রাস্ট ইস্যু।
মূলত এই কারণেই এই থ্রেডটা খোলা। ফেসবুকের বিভিন্ন সেলার পেইজ থেকে ডিজিটাল সাবস্ক্রিপশান কেনার অভিজ্ঞতা কার কেমন , সেটা এই থ্রেডে আলোচনা করতে পারি। ভালো পেইজ রিকমেন্ড করতে পারি, স্ক্যাম পেইজগুলোকেও পরিচিত করিয়ে দিতে পারি। এতে করে আমি বিশ্বাস করি আমার মত সাধারণ পাবলিক যারা থার্ড পার্টির সার্ভিস নেই তারা ভীষণ উপকৃত হবে। এবং এই থ্রেডে একেকজনের অভিজ্ঞতা বা রিকমেন্ডাশানের কমেন্টগুলো যত আসবে, ভবিষ্যতে মানুষের স্ক্যামের স্বীকার হওয়ার চান্স ততই কমে আসবে। কোন পেইজ থেকে কারও কখনো কোন সার্ভিস নেওয়ার প্রয়োজন হলে এখানে এসে ওই সার্ভিস অথবা পেইজের নাম সার্চ দিলেই , সেই সংক্রান্ত অভিজ্ঞতাগুলো দেখে সুবিধা নেওয়া যাবে। আর যেহেতু এটা ফেসবুক গ্রুপ না, এবং গুগল এধরনের ফোরামকে আলাদা গুরুত্ব দেয়, তাই নন টেকনিক্যাল কেউ এই সংক্রান্ত কিছু সার্চ দিলেও সরাসরি এখানে চলে আসার চান্স অনেক বেশি।

আমি মূলত চ্যাটজিপিটির সাবস্ক্রিপশান কেনার জন্য একটু ঘাটাঘাটি করতেছিলাম। তখন বিভিন্ন পেইজে দেখলাম চ্যাটজিপিটি প্লাস এর মান্থলি সাবস্ক্রিপশান ৪০০/৩৫০ টাকায় দিচ্ছে। এক জায়গায় দেখলাম ১২ মাসের জন্য ৮৯৯/- টাকা নিচ্ছে। এখন এগুলো কত টুকু ট্রাস্টেড তা নিয়ে সংশয় আছে। তাই ভাবলাম এ নিয়ে আলোচনা করার জন্য অথবা অভিজ্ঞদের অভিজ্ঞতা জানার জন্য bdit community ওয়েবসাইট হতে পারে আদর্শ জায়গা।
(বাই দ্যা ওয়ে আমি এর আগে উইন্ডোজের license-key কিনেছি কয়েকবার এই টাইপের পেইজ থেকে। একবারও ঠকিনি। ৩০০/৩৫০ টাকায় কিনে গত ৬/৭ বছর ধরে দিব্যি চালিয়ে যাচ্ছি। বিশেষ করে Mamun Academy নামক একটা পেইজ থেকে চার বারের মত কিনেছি। অভিজ্ঞতা প্রতিবারই ভালো ছিলো।)

কোন কোন পেইজ থেকে আপনাদের কার অভিজ্ঞতা কেমন , কোন সার্ভিস কিনেছিলেন , সেটা কমেন্টে জানিয়ে যান প্লিজ। এতে করে অন্যদের জন্য ওই পেইজ থেকে সার্ভিস নিতে অথবা ট্রাস্টেড পেইজ খুঁজে পেতে সুবিধা হবে। আপনাকে অগ্রিম ধন্যবাদ :smiling_face::smiling_face:


1 Like

আমি বিভিন্ন পেজ থেকে কিনছি বাট ১০০ % এটা ও পায় নি, ১০/১২ দিন চলে তারপর শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি chatgpt কিনতে চায় কোথায় থেকে কিনলে ভালো সাভিস পাবো???

1 Like

ভাইয়া কম দামের এগুলা শেয়ারড একাউন্ট দেয় আমিও নিয়ে মারা খাইসিলাম। চ্যাটজিপিটির একটা চ্যাট এ কয়েকজন একসাথে চ্যাট করে। -_-

2 Likes

Ami ekbar semrush niyechilam faisalitebtools.com theke beginning to end valo service chilo. You can check that

1 Like

এক্সাক্টলি এইধরনের অভিজ্ঞতাগুলাই জানতে চাচ্ছিলাম

বাহ এই পেইজের রিভিউ তো অনেক !!
৫০০+ পজিটিভ রিভিউ। চেক করে দেখতে হবে। Thanks for sharing vai.