Personal Branding

Personal Branding হলো এই সময়ের Next Level Marketing!
এখন মানুষ শুধু আপনার Service না, Service Provider কেও Personally চিনতে আর বিশ্বাস করতে চায়।

Personal Brand কিভাবে শুরু করবেন?

  1. Start Simple
    যেই স্কিল বা Niche এ ভালো আছেন, সেটা নিয়ে Focus করবেন। কিছু Key Insights Share করবেন যা অন্যরা করছে না।

  2. Share Info
    Regularly আপনার Field এর Knowledge, Tips, আর Resource শেয়ার করতে পারেন।

  3. Case Studies
    আপনার কাজের Process, Real-Life Difficulties, Result আর Examples দেখান, যাতে Potential Clients বুঝতে পারে আপনি কিভাবে কাজ করেন আর আপনার Expertise কিসে।

  4. Consistency
    Regular পোস্ট দিতে হবে, প্রতিদিন অন্তত একবার হলেও আপনার Audience এর সামনে যেতে হবে। মনে রাখবেন “Out of sight, out of mind”.
    যেন আপনার Audience জানে আপনি Active আছেন।

Personal Branding শুরু করতে, প্রথমে নিজের স্কিল, Success, আর যেসব Problem আপনি Solve করতে পারেন, সেইসব নিয়ে কথা বলতে শুরু করেন।
নিজের Journey শেয়ার করলে, Similar Minded মানুষ আর Clients Naturally আপনার সাথে Connected থাকবে।

2 Likes