Online Presence Build

Online Presence Build করা এখন Must

আমার যা আছে, যা জানি সেটা দিয়েই শুরু করে দিতে হবে। আমার সম্পর্কে যত জন জানবে সেটাই আমার Asset, এতে আমি যেকোনো Initiative সহজেই শুরু করে একটা Traction পেয়ে যাবো। যা অন্য কেউ Zero থেকে শুরু করলে হয়ত তেমন গতি পাবে না।

Online Presence এর মধ্যে আবার Loyal Following Create করা কঠিন। Ad দিয়ে Promote করে হয়ত সহজে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু Connection Build করা, Emotionally Connect হতে পারাটা Tough.
সহজ না, কিন্তু শুরু করা উচিত As Early As Possible, কারণ এটা দিন দিন আরো কঠিন হয়ে যাবে। অনেকজন এই একই Position এর জন্য Compete করবে।

যখন কেউ আমার Content 2 মিনিট পড়ছে, তখন সেই সময় হয়ত আরো 20 টা Page তাদের Content দেখাতে পারছে না। আরো 1 টা Page হয়ত টাকা খরচ করেও তার Ad টা ওই 2 মিনিটের মধ্যেই দেখাতে পারছে না Timeline এ।
Competition Huge, and It’s Never Going To Be Easier.

Start today, with whatever skill or knowledge you have :facepunch:

2 Likes