আমি এই ধরণের multistep, conditional এবং initial pay, full pay, instalment pay (Klarna, Payl8r) কোন ফরম দিয়ে করতে পারি? আমি BricksBuilder ব্যবহার করছি। এ পর্যন্ত কোন পেইড ফর্ম প্লাগইন ব্যবহার করিনি। এখন এ পর্যন্ত যত ফর্ম প্লাগইন দেখলাম তা থেকে সঠিক কেনটা হবে বুঝতে পারছি না। WP Simple Pay শুধু পেমেন্ট নেয় প্রোপার ফর্ম তৈরি করতে দেয়া না। Jetbuilder, FluentForm, WSForm এগুলোই একটু করে সাইট দেখে এসেছি কিন্তু কোনো কিনারা করতে পারছি না।
এই ভিডিওটা দেখুন, যেখানে কি রকম হবে তার নমুনা আছে।
অনেক গুলো ফর্মেই আপনি Multi steps, Conditional Logic অপসন পাবেন। তবে পার্টিয়াল পে অপসন এখনও তেমন দেখিনি। গ্র্যাভিটি ফর্মসের ৭ বছরের পুরাতন একটা ভিডিও ছিল, সেই মেথড এখন কাজ করতেছে না।
আপনাকে কাস্টম সল্যুশন ডেভেলপ করে নেওয়া লাগবে সেক্ষেত্রে।
বড়লোক আর এই জীবনে হবো না। আল্রাহ না করুক। গরীব হিসেবে না হলেও মধ্যবিত্ত হিসাবে মরি। সাহায্য যা পারি করি মানুষকে। যা জানি তাই জানাই, তাই শেখায়। আপনারা আমার চেয়ে এ বিষয়ে অভিজ্ঞ। আপনরা সাহায্য না করলে আমরা হতভাগা শেখার জায়গা পায় না আর কি।