Multistep, conditional with payment Form তৈরি করতে তথ্য দিয়ে সাহায্য করুন।

আমি এই ধরণের multistep, conditional এবং initial pay, full pay, instalment pay (Klarna, Payl8r) কোন ফরম দিয়ে করতে পারি? আমি BricksBuilder ব্যবহার করছি। এ পর্যন্ত কোন পেইড ফর্ম প্লাগইন ব্যবহার করিনি। এখন এ পর্যন্ত যত ফর্ম প্লাগইন দেখলাম তা থেকে সঠিক কেনটা হবে বুঝতে পারছি না। WP Simple Pay শুধু পেমেন্ট নেয় প্রোপার ফর্ম তৈরি করতে দেয়া না। Jetbuilder, FluentForm, WSForm এগুলোই একটু করে সাইট দেখে এসেছি কিন্তু কোনো কিনারা করতে পারছি না।

এই ভিডিওটা দেখুন, যেখানে কি রকম হবে তার নমুনা আছে।

আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করুন।

অনেক গুলো ফর্মেই আপনি Multi steps, Conditional Logic অপসন পাবেন। তবে পার্টিয়াল পে অপসন এখনও তেমন দেখিনি। গ্র্যাভিটি ফর্মসের ৭ বছরের পুরাতন একটা ভিডিও ছিল, সেই মেথড এখন কাজ করতেছে না।

আপনাকে কাস্টম সল্যুশন ডেভেলপ করে নেওয়া লাগবে সেক্ষেত্রে।

1 Like

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বুঝতে পারলাম কি করতে হবে। :heart:

You can do using gravity form. I’ve unlimited license. I can give you one. Inbox me.

3 Likes

@rasel Vai. Thanks a lot. Inbox.

1 Like

কোন গরিব ভাইয়ের যদি Gravity Forms প্লাগিন লাগে, তাহলে নিচের লিংক থেকে স্যান্ডবক্স সাইট বানিয়ে ওদের সব লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন।

এইবার এই প্লাগিন ইনস্টল করে গ্র্যাভিটি ফর্মস এর সব গুলো ডাউনলোড করে ফেলেন ভাই। :wink:

2 Likes

আজ গরীব বলে :smiling_face_with_tear:। কাল বড়লোকস হলে কিনে ফেলবো।

1 Like

বড়লোক হলে আর কিভাবে আমরা হেল্প পাব আপনার? :frowning:

2 Likes

বড়লোক আর এই জীবনে হবো না। আল্রাহ না করুক। গরীব হিসেবে না হলেও মধ্যবিত্ত হিসাবে মরি। সাহায্য যা পারি করি মানুষকে। যা জানি তাই জানাই, তাই শেখায়। :smiling_face_with_tear: আপনারা আমার চেয়ে এ বিষয়ে অভিজ্ঞ। আপনরা সাহায্য না করলে আমরা হতভাগা শেখার জায়গা পায় না আর কি।

1 Like