২০২৪ সালে এসে MERN Stack নাকি WordPress Development কোনটা শেখা উচিত?

অভিজ্ঞদের কাছে জানতে চাচ্ছিলাম এই দুইটার মধ্যে কোনটা অধিক ডিমান্ডিং আর প্রমিসিং বেশি??
কোনটা শেখা বেস্ট হবে ইন টার্মস অফ অনসাইট জব অর ফ্রিল্যান্সিং?

( থ্যাংকস ইন অ্যাডভান্স )

Please read নতুনদের জন্য লারাভেল নাকি মার্ন স্ট্যাক

4 Likes

আপনার যদি MERN Stack অথবা WordPress Development শেখার ইচ্ছা থাকে, তাহলে প্রথমে নিজের আগ্রহ এবং ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে নেওয়া জরুরি। MERN Stack হল এমন একটি টেকনোলজি যা পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির ব্যাপারে আগ্রহী হন, তাহলে এটি আপনার জন্য দারুণ হতে পারে। বিশেষ করে যারা ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড দুটোতেই সমান দক্ষ হতে চায়, তাদের জন্য এটি খুবই কার্যকরী।

অন্যদিকে, WordPress হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খুব দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায়। যারা কোডিং কম করতে চায় এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দ্রুত কাজ করতে চায়, তাদের জন্য WordPress একটি ভালো বিকল্প হতে পারে।

সবকিছু বিবেচনা করলে, আপনার ভবিষ্যতের কাজের ধরন এবং চাহিদার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি আপনি বড় প্রজেক্টে কাজ করতে আগ্রহী হন, তাহলে MERN Stack শেখা ভালো হবে। আর যদি দ্রুত কাজ করতে চান এবং কোডিং এ সময় কম দিতে চান, তাহলে WordPress Development আপনার জন্য সঠিক পথ হতে পারে।

3 Likes

আপনাকে অসংখ্য ধন্যবাদ @devsiam ভাই :heart:

1 Like

এতো এতো Tech Stack এর মাঝে WordPress ( Theme / Plugin development ) এর কি এখনও Significant Relevance আছে কি বা অনেক বেশি পুরনো Tech Stack হয়ে গেছে কি ? ( কারণ সবাইকে Shopify, Webflow, Wix, MERN stack, Laravel এসব নিয়ে বলতে শুনি কিন্তু WordPress নিয়ে এখন কমই বলতে শুনি। )
আপনি যদি Kindly এ বিষয়ে একটু বিস্তারিত পোস্ট করতেন বা Important Resource শেয়ার করতেন উপকার হতো @rasel ভাই।

কোন কিছুতেই পরে থাকা যাবে না এটা হলো সবচেয়ে বড় রুল। ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে সব জায়গাতেই বিচরণের মধ্যে থাকতে হবে, নইলে টিকে থাকতে পারবেন না। “এটা শিখব নাকি ওইটা শিখবো” এরকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে “আগে কোনটা শিখবো” এই কনসেপ্টে আসুন। সবই শিখবেন। প্রোগ্রামিং এর ব্যাসিক জানলে শেখা খুব একটা কঠিন কিছু না।

4 Likes

এসব আলোচনা করে আপনি যতই সময় নষ্ট করবেন ততই আপনার ক্ষতি। এসব চিন্তা না করে যে কোন একটা জিনিস, যেটা আপনার ভালো লাগে, সেটা শেখা শুরু করে দিন।

6 Likes

এই রিসোর্সটি অনেক উপকারী