আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?
- একজন ভিক্ষুক দিনে কতজনের কাছে হাত পাতে? আর কয়জন তাকে টাকা দেয়?
- একজন Salesman যদি ৫০টা দোকানে প্রোডাক্ট অফার করে, কয়টা দোকান কিনে?
- Chaldal,com থেকে কয়টা Call করেছে আপনাকে? আর তারপর আপনি কতবার তাদের থেকে কিছু কিনেছেন?
কিন্তু নিজের Initiative এর ক্ষেত্রে আমরা ২-৩ বার Rejection পেলেই Track Change করে ফেলি!
নতুন কিছু Try করি, নতুন ভাবে Effort দেই, Consistency Maintain করি না।
আশেপাশে যে Successful মানুষদের দেখবেন, তারা সবাই Multiple Rejection, এমনকি Failure ও ফেস করেছে। কিন্তু তারা লেগে ছিলো, Doubt থাকার পরও কাজ করে গেছে, তাই রেজাল্ট পাইছে।