উইন্ডোজ এর আপডেটের অত্যাচারে আর লিনাক্সের গাল গল্প শুনে শেষে সুইস করি parrotSec. এরপর লিনাক্স মিন্ট, উবুন্তু, Arch, tail, puppy, mx Linux, black Arch. এক কথায় DistroWatch এর Top 100 distro এর মধ্যে ক্যাটাগরিক্যালি গেলে সবই ব্যবহার করে দেখেছি। এক্কেবারে হাইপার ডিস্ট্রো হপার তো বলতে পারেন। একদিনে ১৩ বার OS চেঞ্জ করেছি।ফাইনালি, নেক্সট জেএস নিয়ে শিখতেছি। তাই Gnome Debian মাশাল্লাহ ভালই সার্ভ করতেছে।
আপনাদের পাইকারি দরে দাওয়াত যদি লিনাক্সে আসতে চান আমার তহবিল থেকে যতখানি পারা যায় পাশে থাকবো।
ভাই, এই দাওয়াত যে কতটা ভালো কাজ সেটা আমার চাইতে কেও ভালো জানে না। শেখার সবচাইতে ভালো উপায় হল কাউকে হেল্প করা। আমি যখন নতুন ওয়ার্ডপ্রেস শিখেছিলাম তখন অনেককে ফ্রি ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম। তাদের ওয়েবসাইট তারা নিজেরা এডিট করা শিখতে গিয়ে দেখা যায় তারা সবাই এখন প্রফেশনাল ওয়েব ডেভেলপার।
ভাই, আমরা আপনার কট্টর ভক্ত সমালোচক।আমাদের চোখের সামনেই আপনি উঠে গেলেন। আর আমরা আজও গবেষণা করেই যাচ্ছি। আপনি আমাদের সঠিক পথ দেখাতে পেরেছেন যে শেখার তীব্র ইচ্ছা থাকলে শেখা যায়।
অস্থির ভাই। আমি ঘুরতে ঘুরতে EndeavourOS এ এসে থামছি। no more distro hopping for a while. গত কিছু দিন ধরে কয়েকটা ভিডিও টিওটোরিয়াল বানাচ্ছি এই জন্য মিন্ট এ সুইচ করছি। কিন্তু ভাই আরচ বেইসড ডিস্ট্রোতে pacman/aur এর যে মজা পাইছি আমি অন্য কোন ডিস্ট্রোর দিকে যাওয়ার আর ইচ্ছা নাই।
একটু বেশি স্কিল লাগে তাহলে ভিডিও এডিটিং, ফটোশপ এ।তাছাড়া লিনাক্স আসলেই এক মহাসমুদ্র মনে হয় আমার কাছে।স্কিল হতে পারলে আপনার মার্কেটিং আর নিজে করতে হবে না।লিনাক্স এক্সপার্ট আমাদের দেশে খুইব কম।সারা বিশ্বে হয়তো কিছু স্কিলড পাবলিক আছে।তারাও সংখ্যায় কম অনেক।
একই কাজ আমার সাথেও হয়েছে ২০০৬/২০০৭ সালে। তারপর প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় তো, তোকেই(লিনাক্স) শিখবো। তারপর একটা ৬ মাসের লোকাল কোর্স করি RH 5.4 দিয়ে। তখনই জানলাম যে এদের নিজেদের ফাইল সিস্টেম আছে। এর পর চাকরি ছাড়ার পর ২০১৯ থেকে ব্যবহার করছি আর কোনদিন উইন্ডোস ব্যবহার করেনি। কিন্তু VirtualBox এ পন্টার ফার্মওয়্যার আপডেট দিতে উইন্ডোস ব্যবহার করেছি।