#Linux: Let's see how far the Rabbit hole goes

উইন্ডোজ এর আপডেটের অত্যাচারে আর লিনাক্সের গাল গল্প শুনে শেষে সুইস করি parrotSec. এরপর লিনাক্স মিন্ট, উবুন্তু, Arch, tail, puppy, mx Linux, black Arch. এক কথায় DistroWatch এর Top 100 distro এর মধ্যে ক্যাটাগরিক্যালি গেলে সবই ব্যবহার করে দেখেছি। এক্কেবারে হাইপার ডিস্ট্রো হপার তো বলতে পারেন। একদিনে ১৩ বার OS চেঞ্জ করেছি।ফাইনালি, নেক্সট জেএস নিয়ে শিখতেছি। তাই Gnome Debian মাশাল্লাহ ভালই সার্ভ করতেছে।

আপনাদের পাইকারি দরে দাওয়াত যদি লিনাক্সে আসতে চান আমার তহবিল থেকে যতখানি পারা যায় পাশে থাকবো।

ধন্যবাদ সবাইকে।

7 Likes

ভাই, এই দাওয়াত যে কতটা ভালো কাজ সেটা আমার চাইতে কেও ভালো জানে না। শেখার সবচাইতে ভালো উপায় হল কাউকে হেল্প করা। আমি যখন নতুন ওয়ার্ডপ্রেস শিখেছিলাম তখন অনেককে ফ্রি ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম। তাদের ওয়েবসাইট তারা নিজেরা এডিট করা শিখতে গিয়ে দেখা যায় তারা সবাই এখন প্রফেশনাল ওয়েব ডেভেলপার।

আপনার উদ্যোগকে স্বাগত জানাই।

5 Likes

ভাই, আমরা আপনার কট্টর ভক্ত সমালোচক।আমাদের চোখের সামনেই আপনি উঠে গেলেন। আর আমরা আজও গবেষণা করেই যাচ্ছি। আপনি আমাদের সঠিক পথ দেখাতে পেরেছেন যে শেখার তীব্র ইচ্ছা থাকলে শেখা যায়।

2 Likes

খুবই ভাল চালিয়ে যান। আমিও আছি পাশে। মানজারো থেকে ডেবিয়ান ব্যবহার করছি। আগে তো বিডি মিরর ছিলনা। এখন ফেডোরা, ডেবিয়ান দুইটারই মিরর দিয়েছে জিওনবিডি।

2 Likes

অস্থির ভাই। আমি ঘুরতে ঘুরতে EndeavourOS এ এসে থামছি। no more distro hopping for a while. গত কিছু দিন ধরে কয়েকটা ভিডিও টিওটোরিয়াল বানাচ্ছি এই জন্য মিন্ট এ সুইচ করছি। কিন্তু ভাই আরচ বেইসড ডিস্ট্রোতে pacman/aur এর যে মজা পাইছি আমি অন্য কোন ডিস্ট্রোর দিকে যাওয়ার আর ইচ্ছা নাই।

1 Like

খেই হারিয়ে ফেলার অবস্থা আমারও।ডেবিয়ান, আর্চ যা মন চায় আসুক পাবলিক।চালায় দেখুক।আমার পুরান পিসি তো।ডেবিয়ান ভাল সার্ভ করছে।HP laserjet 1020 মডেলের একটা প্রিন্টার চালায়।

ভাই এখন কোন OS ইউজ করতেছেন, ParrotSec + Gnome Debian?

Debian ভাই, আমার প্রসেসর, ram, মাদার**ত স্বাধীনতার আগের যুগের। বৃটিশ আমলের।

1 Like

উবুন্টু ব্যবহার করছি। ভার্চুয়াল বক্সে উইন্ডোস ইন্সটল করা আছে।

পিসি কিনার পর থেকেই LINUX MINT ব্যাবহার করছি। ভালো একটা OS.

1 Like

EndeavourOS দারুন!

আমার ডিস্ট্রো হপিং এখানে থেমেছে।

এরপর হয়তো OpenBSD ট্রাই করবো নতুন ডেক্সটপ কিনলে

2 Likes

Embracing the power of open-source with Ubuntu and Mint <3

1 Like

হ্যাঁ, লিনাক্সে আরও স্কিল্ড হই চলেন।
#Terminal: where there true power lies.

Ubuntu, Mint, Debian, Rocky Linux, Fedora Silver অতিক্রম করে এখন Fedora Workstation ব্যবহার করছি, এখানেও ঝামেলা অনেক। অবশেষে ভাবতেছি, ম্যাক ওএস এর আশ্রয় নিবো।

কোন ঝামেলা নাই, ঝামেলা গুলো আমারে দেন।আর আপনে ডেবিয়ান বেসড ডিসট্রো গুলো ট্রাই করেন।

1 Like

শুধু ডেবিয়ানটাই ভালো পারফর্মার। রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স। দেখি আজকেই ঘরের ছেলে ঘরে ফিরবো।

আমি দিনে ৪/৫ করে ওস চেঞ্জার। যদি দাম না পাই, ম্যাকওএস পরবর্তী সুন্দরী

একটু বেশি স্কিল লাগে তাহলে ভিডিও এডিটিং, ফটোশপ এ।তাছাড়া লিনাক্স আসলেই এক মহাসমুদ্র মনে হয় আমার কাছে।স্কিল হতে পারলে আপনার মার্কেটিং আর নিজে করতে হবে না।লিনাক্স এক্সপার্ট আমাদের দেশে খুইব কম।সারা বিশ্বে হয়তো কিছু স্কিলড পাবলিক আছে।তারাও সংখ্যায় কম অনেক।

2 Likes

Parrot Home ইন্সটলিং। এতো সহজে ঘরে ফেরা যাবে না! :sunglasses:

1 Like

জীবনের প্রথম লিনাক্স সেটাপ দিতে গিয়ে পুরা হার্ডডিস্ক খেয়ে ফেলছিলাম (২০০৯ সম্ভবত)… সে কি বিচ্ছিরি অবস্থা :rofl:

একই কাজ আমার সাথেও হয়েছে ২০০৬/২০০৭ সালে। তারপর প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় তো, তোকেই(লিনাক্স) শিখবো। তারপর একটা ৬ মাসের লোকাল কোর্স করি RH 5.4 দিয়ে। তখনই জানলাম যে এদের নিজেদের ফাইল সিস্টেম আছে। এর পর চাকরি ছাড়ার পর ২০১৯ থেকে ব্যবহার করছি আর কোনদিন উইন্ডোস ব্যবহার করেনি। কিন্তু VirtualBox এ পন্টার ফার্মওয়্যার আপডেট দিতে উইন্ডোস ব্যবহার করেছি।

1 Like