রিলেশনশিপ ঠিক মতো ম্যানেজ করতে না পারলে বিপদ!
রিলেশন আপনি যেখানেই করেন, নিজের বাড়িতে, পাশের বাড়িতে, কিংবা ডাটাবেজে—এটা ঠিকভাবে ম্যানেজ না করলে ফলাফল কিন্তু মোটেও ভালো হয় না! ঠিক তেমনি, আপনি যতো বড় ডেভেলাপারই হোন না কেন, ডাটাবেজের রিলেশনশিপ যদি ঠিকভাবে সেট না করেন, তাহলে আপনার প্রজেক্ট পুরোপুরি ফিনিশ!
এবার আসল কথায় আসি: Laravel ডাটাবেজ রিলেশনশিপগুলো ঠিকঠাক শিখে নেয়া কিন্তু জরুরি, কারণ এগুলো ঠিকঠাকভাবে ব্যবহারের মাধ্যমেই প্রজেক্টকে সুস্থ-সবল রাখা যায়। তাই, Laravel Relationship নিয়ে শুরু করছি একটা বিশেষ কোর্স যেখানে শিখবেন One-to-One থেকে শুরু করে Polymorphic Relationship পর্যন্ত—সবই প্র্যাকটিক্যাল ডেমো সহ!
**যে সকল রিলেশন আমরা বজায় রাখব: **
One-to-One Relationship
One-to-Many Relationship
Many-to-Many Relationship
Has-One-Through Relationship
Has-Many-Through Relationship
Polymorphic Relationship
Advanced Techniques
কোর্স ফি: ৩০০ টাকা
ক্লাস সংখ্যা: ১০টি
রেজিস্ট্রেশন চলছে: আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত
আরে, ক্লাসে আসুন আর বুঝে যান কিভাবে আপনার প্রজেক্টের রিলেশনশিপ ঠিক রাখবেন, যেনো কোন সমস্যা না হয়! সিট সীমিত—তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করুন!