Laravel IDEA Alternative for PHP Strom


আমি PHP Strom Student Pack দিয়ে চালাচ্ছি , সাথে Laravel Idea ও Trial চালাচ্ছিলাম , এখন লারাভেল IDea Paid হয়ে যাওয়ার পর Alternative খুঁজছি ।

plugin url : https://laravel-idea.com/

আমি ২০১৮ সাল থেকেই স্টুডেন্ট আইডি দিয়ে চালাই। এক্সপায়ার হয়ে গেলে নতুন কারোর আইডি দিয়ে আবার খুলে নেই। তবে বাইরের দেশের ভার্সিটি গুলায় আবেদন করতে সর্বোচ্চ ১০০ ডলার আর আবেদন করার পর ওরা একটা ইমেইল দেয় যেটা দিয়ে অনায়াসে ২ বছর ব্যবহার করা যায়

1 Like

eitar sathe ki laravel Idea o included?

নাহ। শুধু মাত্র জেট ব্রেইন এর প্রোডাক্ট গুলা।