Kali Linux, XAMPP, WAMP

Kali linux XAMPP WAMP
আমি একজন Kali linux ব্যবহারকারী। আগে Windows ব্যবহার করতাম কিন্তু গত ২ বছর যাবত Kali linux ব্যবহার করছি। Kali linux বা linux এর অন্য ভার্সন ব্যবহার প্রথম দিকে ঝামেলার মনে হলেও এটি ব্যবহার কিন্তু অনেক সহজ। আমাদের অনেকে Terminal ব্যবহারে অভ্যস্থ না বলে এটিকে জটিল মনে হয়। কিন্তু আপনি কম্পিউটার ব্যবহার করবেন আর Terminal ব্যবহার জানবেন না তা হবে না।Windows এর ও Terminal আছে।
আজকে এই লেখাটা লেখার উদ্দে্যশ্্য হচ্ছে XAMPP ও WAMP এর কিছু বিষয় নিয়ে আলোচনা করা।
১. XAMPP WAMP একটি cross platfrom অর্থ্যাৎ এটিকে Windows, mac, linux এর ব্যবহার করা যায় কিন্তু শুধু মাত্র Windows এর জন্য তৈরি করা হয়েছে।

২. Kali linux এ XAMPP ইন্সটল করা থাকলে আলাদা ভাবে PHP, Apache2 , mariadb ইন্সটল করার প্রয়োজন হবেনা।

৩. XAMPP থাকলে তখন শুধু Wordpress ইন্সটল করলেই হবে।