Javascript শিখা টা এখন কতো টুকু ভালো হবে?

Javascript শিখলে কি ভালো কিছু আশা করতে পারি, আগামীর দিন গুলোতে। আমি Html, CSS , মোটা মুটি পারি আমার ইচ্ছে web Developer হওয়া । অনেক সময় লস করে ফেলেছি, যদি কেউ একটু বুজিয়ে বলতে খুশি হতাম , Thank you.

1 Like

জাভাস্ক্রিপ্ট তো কমপোলসারি। শিখতেই হবে।

10 Likes

JavaScript হল একমাত্র ভাষা যা Web-Frontend এ কাজ করে। আপনি যদি WEB নিয়ে কাজ করতে চান তবে JavaScript শেখা আপনার জন্য ফরজ।

তাছাড়া জাভাস্ক্রিপ্ট না শিখলে আপনার গীবন বেদনার।

2 Likes

শিখতেই হবে। ওয়েব ডেভলপার হতে হলে শিখতেই হবে। তবে নোড, রিয়েক্ট ইত্যাদি শিখবেন কিনা আপনার প্রয়োজনের ব্যাপার।

2 Likes

ধন্যবাদ ভাইজান, গাইড করা জন্যে।

ধন্যবাদ ভাইজান, এখন থেকে JavaScript শিখবো ইনশাআল্লাহ,

1 Like

JavaScript শেখার পরে কাজ এই গুলা , তাই আগে JavaScript শিখে নেই, ধন্যবাদ ভাইজান

1 Like

জ্বী ভাই উত্তম সিদ্ধান্ত, কোথাও আটকে গেলে আমাকে নক করবেন ইনশাআল্লাহ

2 Likes

There is no alternative of JavaScript . At least you have to learn the basic to deploy anything …

@Rashed যেহেতু HTML, CSS পারেন, তাই চোখ বন্ধ করে Javascript শিখুন। তারপরে অন্য কিছু।

1 Like

একবার শিখে দেখেন ভালো না লাগলে এক কান কেটে ফেলব :joy:

3 Likes