Javascript শিখলে কি ভালো কিছু আশা করতে পারি, আগামীর দিন গুলোতে। আমি Html, CSS , মোটা মুটি পারি আমার ইচ্ছে web Developer হওয়া । অনেক সময় লস করে ফেলেছি, যদি কেউ একটু বুজিয়ে বলতে খুশি হতাম , Thank you.
জাভাস্ক্রিপ্ট তো কমপোলসারি। শিখতেই হবে।
JavaScript হল একমাত্র ভাষা যা Web-Frontend এ কাজ করে। আপনি যদি WEB নিয়ে কাজ করতে চান তবে JavaScript শেখা আপনার জন্য ফরজ।
তাছাড়া জাভাস্ক্রিপ্ট না শিখলে আপনার গীবন বেদনার।
শিখতেই হবে। ওয়েব ডেভলপার হতে হলে শিখতেই হবে। তবে নোড, রিয়েক্ট ইত্যাদি শিখবেন কিনা আপনার প্রয়োজনের ব্যাপার।
ধন্যবাদ ভাইজান, গাইড করা জন্যে।
ধন্যবাদ ভাইজান, এখন থেকে JavaScript শিখবো ইনশাআল্লাহ,
JavaScript শেখার পরে কাজ এই গুলা , তাই আগে JavaScript শিখে নেই, ধন্যবাদ ভাইজান
জ্বী ভাই উত্তম সিদ্ধান্ত, কোথাও আটকে গেলে আমাকে নক করবেন ইনশাআল্লাহ
There is no alternative of JavaScript . At least you have to learn the basic to deploy anything …
@Rashed যেহেতু HTML, CSS পারেন, তাই চোখ বন্ধ করে Javascript শিখুন। তারপরে অন্য কিছু।
একবার শিখে দেখেন ভালো না লাগলে এক কান কেটে ফেলব