বিগিনারদের জন্য JavaScript-এর দুটি ফ্রি ই-বুক

জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটির মাধ্যমে ফ্রন্ট এন্ড ও ব্যকএন্ড উভয় জায়গাতেই কাজ করা যায়। বলা যায় সর্বেসর্বা।

প্রোগ্রামিং-এ হাতেখড়ির জন্য এটি বেশ সহজ ও চমৎকার ল্যাংগুয়েজ। তবে মজার ব্যাপার হলো, অনেকেই ভাবেন জাভা ও জাভাস্ক্রিপ্ট একই বা যমজ ভাই টাইপের। মোটেও তা নয়। দুটো সম্পূর্ণ আলাদা।

আজকে JavaScript-এ বিগিনারদের জন্য দুটি চমৎকার ই-বুক খুঁজে পেয়েছি। দুটোই লেখকদের ওয়েবসাইটে আপলোড করা। দুটোই বাংলায় লেখা।

আমি প্রথমটি পড়তে শুরু করেছি। বেশ সহজ ও সাবলীল ভাবে লিখা। তাই নিজের বেসিক স্ট্রং করতে চাইলে পড়া শুরু করে দিন।

  1. ১ম ই-বুক লিংকে যেতে এখানে ক্লিক করুন

  2. ২য় ই-বুক লিংকে যেতে এখানে ক্লিক করুন

6 Likes