IOT,ML Principal in Rail Management

ডিজিটাল রেইল ম্যানেজমেন্ট পদ্ধতি এমন একটি পদ্ধতি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস এগুলো কাজে লাগিয়ে কাজ করবে ।

লক্ষ্য:

  • নিরাপত্তা
  • সাশ্রয়ী
  • কর্মদক্ষতা বৃদ্ধি

গত কাল সম্ভবত একটি ট্রাক রেইল লাইনের উপর থেমে যায় ২০-২৫ মিনিট পর সেখানে ট্রেন আসে এবং দুর্ঘটনা হয় । ২৩ সালে বিদেশী একটা ভিডিও দেখেছিলাম ট্রেন আসছিল আর গাড়ির ইঞ্জিন বন্ধ হয়েছিল । তখন থেকেই এটার সমাধান খুঁজছিলাম । সমাধান:
ট্রেনটি কে বিরামহীন যোগাযোগের আওতায় নিয়ে আসা । যেকোনো মুহূর্তেই যেনো সংকেত পাঠানো যায় । যেটা IOT প্রিন্সিপাল কাজে লাগিয়ে করা যাবে ।

এরপর case স্টাডি এর মাধ্যমে কিছু অতি প্রয়োজনীয় অটোমেশন করতে হবে । সব কিছুই অটোমেটেড কোনো গ্রহণ যোগ্য সমাধান না । যেখানে প্রয়োজন শুধু সেখানেই ।

Drms বা ডিজিটাল রেইল ম্যানেজমেন্ট সিস্টেম এর এটি একটা বিশেষ ফিচার ছিল যে কোনো কিছু লাইনে আটক পড়লে থামানো যেতো লাইনের ওখানে থেকেই ।

উল্লেখ্য এটি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিল ।

এটা এখানে প্রথম লেখা , ভুল ত্রুটি ক্ষমা করবেন টেস্ট করলাম এই কি ।

এখানে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা জ্ঞান নিয়ে ইন্টারনেট অফ থিংস নিয়েই বেশি লিখবো।।সাথে থাকবেন

2 Likes

দারুন আইডিয়া। ভারতের ট্রেনে দেখেছিলাম সেন্সর break.
আসলে আমাদের দেশে প্রয়োগের অভাব😮‍💨

জ্বি । কোনো দেশে যদি অলরেডি ইম্পেলেমেন্টেড হয়ে থাকে তাহলে আরো সুবিধা । Case স্টাডি ভালো ভাবে হবে । আর এটার আরো অনেক ফিচার আছে মূল আইডিয়া সম্পূর্ণ সিস্টেম টাই ডিজিটালি ম্যানেজ করা । কোনো পরামর্শ থাকলে দিবেন অবশ্যই ভাইয়া ।

1 Like