ভারতীয় পন্যের আগ্রাসনে বাংলাদেশ বিপর্যস্ত। ভারতের পণ্য কিভাবে বাংলাদেশে স্থান করে নিচ্ছে, তার একটি বাস্তব চিত্র দেখা যাক। ভারতীয় চ্যানেল গুলো বাংলাদেশে সম্প্রচার বাধাহীন। সেখানে ভারতীয় পণ্যের বিজ্ঞাপন থাকে। সেগুলো এই দেশের মানুষ দেখে থাকেন। কিন্তু বাংলাদেশের কোন চ্যানেল ভারতে বিনা বাধায় সম্প্রচারিত হয়না। ফলে বাংলাদেশি পণ্যের দৃশ্যত জোড়ালো কোন প্রচারনা নাই ভারতে। পশ্চিম বঙ্গে এক কালে ঢালিউডি চলচিত্রের বেশ কদর ছিল। বাংলাদেশি চ্যানেলগুলোতে প্রচারিত নাটক গুলোও ভারতীয়রা পছন্দ করে, কারন শাশুড়ি বৌ এর যুদ্ধ ছাড়াও দৈনন্দিন জীবনমুখী নাটক হতে পারে, তা ভারতীয়রা হয়ত জানে না। কিন্তু ভারতীয় চ্যানেলগুলোর জনপ্রিয়তা ধরে রাখার স্বার্থে বাংলাদেশের মিডিয়াকে সেখানে অনেকটা ব্ল্যাকআউট করে রাখা হয়। অনেক অনুরোধ সত্বেও ভারতীয় সরকার বাংলাদেশি চ্যানেলগুলোকে ভারতে সম্প্রচারের অনুমতি দেয়নাই। তার কারন সুদূরপ্রসারী এবং খুব স্পশ্ট। বাংলাদেশি পণ্যের ব্ল্যাকআউট ও বাংলাদেশি মিডিয়ার ব্যাপ্তি রুখে দেয়া।
ভারতীয় পন্যগুলা এমনভাবে আমাদের জীবনে আবদ্ধ হয়ে গেছে যে আমরা অনেকে জানিই না যে আমরা ভারতের পন্যের উপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে গেছি। বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড এর পন্য রুপচাঁদা সয়াবিন তেলের কথাই ধরা যাক। অনেকেই মনে করেন এই পন্যটি বাংলাদেশের। অথচ এটি ভারতীয় পন্য। এমন উদাহারণ অনেক দেওয়া যাবে।
আমরা গতমাসে শুরু করেছিলাম ইন্ডিয়াআউটটুডে ক্যাম্পেইন। আমাদের ওয়েবসাইটে লিস্ট করে রাখা আছে ভারতীয় পন্য এবং সেই পন্যে ক্লিক করলে অল্টারনেটিভ বাংলাদেশী পন্য দেখা যাবে।
আজকে রিলিজ হয়েছে প্লেস্টোরে আমাদের অ্যাপ। অ্যাপ দিয়ে প্রোডাক্টের বারকোড স্ক্যান করেও জেনে নিতে পারবেন পন্যটি কোন দেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে।
আমরা অনেক কিছুই এড়িয়া যাই। কিন্তু ইসলামে অন্যায়কে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।
আবু সায়িদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখলে যেন হাত দিয়ে তা প্রতিহত করে। যদি তা না পারে, তবে কথা দিয়ে; তাও না পারলে অন্তর দিয়ে (ঘৃণা করবে)। এটি ঈমানের দুর্বলতম স্তর।’ (মুসলিম, হাদিস, ৭৪)
এই এপটি ডাউনলোড করুন, ব্যবহার করুন, প্লেস্টোরে রিভিউ দিন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনিও আমাদের সাথে আছেন।