আমাদের আইডিয়াগুলো যখন ভাবি, সেটা মাথায় Scattered অবস্থায় থাকে, কোনো Structural Form থাকেনা।
এই জন্য কোন কিছু নিয়ে ভাবলে বা Plan করলে সেটা সাথে সাথে লিখে রাখার অভ্যাস করা উচিত।
তাহলে সেটা আমাদের Subconscious Mind এ Record হতে থাকে।
নিজের অজান্তেই তখন সেই Goal বা Plan এর দিকে মানুষ Effort দিতে থাকে, তার Daily Life এর Actions গুলো Goal এর দিকেই Diverted হতে থাকে।
যখনই কোন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, Just আপনার সামনে Available Option গুলো খাতায় লিখে ফেলবেন।
দেখবেন খুব সহজেই ভালো আর খারাপ দিক বিবেচনা করে একটা Decision নিতে পারছেন, যেটা এতক্ষণ মাথায় Scattered অবস্থায় নেওয়াটা সম্ভব হচ্ছিল না।
এটা আমি Practically করি, আপনিও চেষ্টা করে দেখতে পারেন।