আমি wordpress নিয়ে কাজ করতেছি ২ বছর হলো, আমি চায় Composer, react or Vue or alpine দিয়ে প্লাগিন করতে WooCommerce or Elementor or Droip এই ধরনের প্লাগিন বানাতে। REST API, Ajax নিয়েও কাজ করেছি। তাহলে এখন আমার অন্য কি কি বিষয় ভালো করে জানতে হবে যদি এমন প্লাগিন বানাতে চায়?
এই ধরনের প্লাগিনে বেশিরভাগ পিএইচপি ওওপি ইউজ করে। এখন আপনার যে ডিজাইন প্যাটার্ন ভালো লাগে সেইটা ইউজ করতে পারেন। আর রিয়েক্ট, ভিউ নিয়ে কোন রেস্ট্রিকশন নাই, যেহেতু কাজ আপনি যেখানে করেন সবশেষে বিল্ড করে ফেলতে হয় জাভাস্ক্রিপ্ট ফাইল গুলো তাই এই নিয়ে তেমন রেস্ট্রিকশন নাই। আপনার যা খুশি ইউজ করতে পারেন। এখন এডমিন বানানোর জন্য মানুষ ভিউ ও রিয়েক্ট বেশি করে।
ভাই একটা কথা হলো আমি নতুন প্লাগিন এর আইডিয়া পাচ্ছি নাহ, নিজের স্কিলস আরও বেশি ভালো করার জন্য যে প্লাগিন আছে ,সেইরকম প্লাগিন বানানো ভালো হবে , নাহ কি নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে? নতুন নতুন আইডিয়া কিভাবে পেতে পারি যদি একটু বলতেন. @rasel bhai
জনপ্রিয় প্লাগিনগুলার একটা ক্লোন ভার্সন নিজে কোড করে বানানোর চেষ্টা করেন। এই ধরেন বেসিক পেজ বিল্ডার প্লাগিন, ফর্ম বিল্ডার প্লাগিন, অটোমেশন প্লাগিন, ব্যাকআপ প্লাগিন ইত্যাদি।