Freelancing এ Soft Skill এর Importance!

সবাই ই হাজার Dollar Income Screenshot দেখে Inspired হয়।

তারপর শুরু করতে গিয়ে দেখে বিশাল Syllabus.

যার শুরু টা হয় Skill Development দিয়ে।

:left_speech_bubble: Almost 90% Learner, ফ্রীতেই YouTube থেকে শিখে নিবো ভেবে বছরের পর বছর পার করে দেয় Basic শিখতে গিয়েই।

:o: আর YouTube এর Suggestion এ আশা সহজে Income করার video দেখে সে বার বার Career path change করতে থাকে।

:left_speech_bubble: এদিকে Situation আর Family এর Pressure এ পরে তারপর

  • কোনো একটা Job এ ঢুকে যায়,
  • বা আরেকটা Degree নিতে লেখা পড়া শুরু করে দেয়,
  • বা Still বেকার ই থাকে।
    যেই কিছু Learner Skill শিখতে পারে। তারা তখন জানতে পারে যে Skill শিখাই সব না। এখনো সব কিছুই বাকি।

:truck: Drop Servicing বিষয়টা জানেন অবশ্যই, যেখানে একজন নিজে Skill টা না শিখেই Middle Man হিসেবে কাজ করে তার Client দের Service দেয়। আমাদের মত কাউকে Hire করে।
তারা বাকি সব কিছু পারে, যেমন Client Communication, Negotiation, Project Management, People Management

:left_speech_bubble: আমার একটা Client আমাকে একটা Landing Page Design করতে 1k$ দিয়েছিল।
কাজ টা ছিলো তার Client এর, আর সে সাধারনত আমাকে 50% দিত তার Project গুলোর জন্য। মানে সে কত চার্জ করেছে এবার বুঝে নেন।

Again, Skill শিখছেন ভালো কথা।

পাশাপাশি

  • English Communication শিখেন
  • Sales Techniques শিখেন
  • বেশি বেশি Meeting Attend করেন
  • প্রয়োজনে Free Service দিয়ে দিয়ে Portfolio বানান
  • নিজের উপর invest করেন
4 Likes

আমার মতে Freelancing এ Hard Skill চেয়ে Soft Skill ই বেশি Important.

1 Like

জ্বি ভাইয়া Freelancing এর জন্য যেমন Core Skill প্রয়োজন তেমন Soft Skill জানাও খুব Important

1 Like