Freelancing করে সহজেই মাসে হাজার Dollar ইনকাম করা যায় এটা একটা Myth.
ফ্রিল্যান্সিং শুরু করলে, 6 মাস পর হয়তো আপনার Pocket Money টা হয়ে যাবে।
তখন হয়তো বাসা থেকে Pocket Money নেওয়া লাগবে না।
হয়ত Personal Expense গুলো Bare করতে পারবেন।
এরপর বেশি ইনকাম হলে সেটা চাইলে ফ্যামিলিতে Contribute করা যেতে পারে।
শুরুতেই যদি সব ছেড়ে এসে Freelancing Income এর ওপরই Dependent হয়ে যান। যেহেতু এখান থেকে Income Stable থাকে না,
তাই আপনার সহজেই Frustration এসে পরবে, আর কাজে Focus করতে পারবেন না। এতে ইনকাম কমে যাবে, যা আছে তাও থাকবে না।
কাজ করতে করতে যখন দেখবেন গত 6 মাস বা 1 বছরের মাসের Average Income Job থেকে অন্তত দ্বিগুন, তখন Traditional Job ছেড়ে এটাকে Full Time হিসেবে নিতে চিন্তা করতে পারেন।
কিন্তু যদি Expect করেন শুরুতেই 6 মাসের মধ্যেই মোটামুটি লাখ টাকা ইনকামে চলে যাবেন তাহলে এটা unrealistic expectation হয়ে যাবে. কারণ initially শুরু করলে কিছু সার্ভিস দিয়ে দিয়ে অনেক Trial & Testing করা লাগবে।