Flutter or React Native

ফ্লাটার নাকি রিএক্ট নেটিভ শেখা বেটার হবে ২০২৪ সালে সব দিক বিবেচনা করে?

1 Like

2 tar e demand ase, jeta bhalo lage sheta shikhen.

1 Like

২০২৪ সালে এসে কোনটা শিখবো সেটা নিয়ে সময় নষ্ট না করে যে কোন একটা শিখে ফেলুন। সব কিছুরই চাহিদা আছে।

7 Likes

আপনি যদি ইতিমধ্যে React শিখে থাকেন তবে React Native দ্রুত শিখে কাজ করতে পারবেন।
আমি React Native নিয়ে কাজ করি। তবে বাংলাদেশের মার্কেটে Flutter এর জব কিছুটা বেশি আমার কাছে মনে হয়েছে। আপনি যদি দেশি জব মার্কেট টার্গেট করেন এবং আপনার পূর্বে কোন একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে তবে Flutter ট্রাই করতে পারেন। আর বিগিনার হলে যেটা ভালো লাগে সেটা শিখেন। হাতে সময় থাকলে দুইটাই দেখেন। মোবাইল স্পেসে কাজ করতে চাইলে ধীরে ধীরে নেটিভ অ্যান্ড্রয়েড এবং আইওএস ডেভেলপমেন্টও শিখবেন ফিউচারে এটা প্লান রাখেন। বেস্ট অফ লাক।

7 Likes

apnar kothar sathe amio sohomot vai