প্রথমত Freelancing হলো একটা Luxury, মানে আপনি কিছু একটা করছেন পাশাপশি Freelance করে কিছু টাকা Extra Income করছেন।
যেমন একটা ছেলে Private University তে পরে বা কোথাও Job করে, সে যাওয়া আসার সময় Pathao/Uber এ কাউকে নিয়ে যায়, সে কিছু Extra Income এর জন্য Freelance করছে।
মানে এটা Full-time হিসেবে নেওয়া উচিত না, তবুও Bangladesh এ অনেকেই Freelancing টা Full-time করে, করার সুযোগ থাকলে করা যাবে কিন্তু সেই পর্যায়ে যেতে পারে খুব অল্প মানুষ।
Freelancing এ মাসে 500-1000 ডলা’র এর উপরে ইঁনকাম করে Top 2-5% মানুষ, বাকিদের ব্যার্থতা আপনাকে কেউ Highlight করে শুনাবে না।
এজন্য বাইরে থেকে এটা অনেক সহজ মনে হলেও যেকোনো Local Job থেকে এটা অন্তত 2গুন কঠিন।
Freelancing এর কাজ গুলো সাধারণত Creative বা Analytical হয়।
মানে আপনার Mind Stable থাকতে হবে,
কিছু নিয়ে বেশি Bothered থাকলে কাজ বিগড়ে যায়,
কাজের Quality দেখলে সেটা স্পষ্ট আচ করা যায়।
যেহেতু এখানে যেকোনো সময় আপনি কাজ করতে পারবেন,
তাই জবাবদিহিতা কম থাকায় অনেকেই মন-মেজাজ খারাপ থাকলে কাজে বসতে পারে না।
এজন্য আপনার যদি কিছু করার তাড়া থাকে
Family তে Crisis থাকে
Relationship Problem থাকে
হতাশা থাকে
তাড়াতাড়ি কয়েকমাসের মধ্যে কিছু করতেই হবে, এমন যদি থাকে
তাহলে Freelancing এ কিছু করতে পারা আপনার জন্য অনেক Difficult হবে।
কিছু Exceptional মানুষ থাকবেই যারা Pressure এ পরেই Freelancing এ এসে কিছু একটা করেছে।
এদের অনেকেরই দেখবেন আগে থেকে English Communication ভালো, নাহয় কিছুতে Already Passion ছিলো, Already কোনো Skill জানা ছিল, Already কোনো Job করতেছিল।
তাই আমার Suggestion থাকবে, যদি আপনার কিছু করার তাড়াহুড়ো থাকে, তাহলে আপনি 2-3 মাস Skill Develop করে একটা Internship বা Job খুঁজেন।
Job আপনার Life এ সেই Stability টা দিবে যেটা Freelancing করতে হলে আপনার দরকার।
তারপর পাশাপশি Freelancing টা Explore করেন।
যখন এখান থেকে Result পাওয়া শুরু করবেন তখন এখানে আস্তে আস্তে সময় বাড়িয়ে দিবেন।
তারপর যখন গত 1-2 বছরের Average Monthly Income, Job এর Salary থেকে অন্তত দ্বিগুণ হবে, তখন Job ছাড়ার চিন্তা করতে পারেন।
এর আগে না।