ওয়ার্ডপ্রেস সাইট এ Error code 429 Error এটা সমাধান করতে পারতেছিনা।

আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এ ইলিমেন্টর ব্যবহার করে পোষ্ট তৈরী করী লাষ্ট আপডেট থেকে একটি সমস্যায় পরেছি যখনি কোন পোষ্ট আপডেট করতে যাচ্ছি ৪২৯ ইরোর দেখাচ্ছে আমি সকল প্লাগিন অফ করে দেখেছি সাপোর্ট এ যোগাযোগ করেছি কোন সমাধান পাইনি। এটা কিভাবে সমাধান করা যেতে পারে।

ধন্যবাদ সকলকে

1 Like

স্কিনশট দিলে বিষয় বুঝতে পারতাম।

1 Like

এইরকম লোডিং ইসু আমার ও অনেক আগে হয়ছিল, দেখেন চেস্টা করেন সলভ হয়ে যাবে।

Plugin, Theme আপডেট করার আগে। তার কি কি সমস্যা হচ্ছে তার খোঁজ নিতে হয়। আপডেটের আগে একটা ব্যাকআপ নিতে হয়। আপনি কি কোনো ব্যাকআপ নিয়েছেন? PHP memory বাড়িয়ে দেন। আর Elementor FB group এ খোঁজ নিন। Plugin downgrade করে দেখেন।

ধন্যবাদ আমি চেষ্টা করতেছি। দেখা যাক

wp-config.php ফাইলে নিচের কোডটি যুক্ত করুন:

define(‘WP_DEBUG’, true);
define(‘WP_DEBUG_LOG’, true);
define(‘WP_DEBUG_DISPLAY’, false);

.htaccess ফাইল চেক করুন

কখনো কখনো .htaccess ফাইলের ভুল কনফিগারেশন 429 ইরোর সৃষ্টি করে। ডিফল্ট .htaccess কোড ব্যবহার করুন:

BEGIN WordPress

RewriteEngine On RewriteBase / RewriteRule ^index\.php$ - [L] RewriteCond %{REQUEST_FILENAME} !-f RewriteCond %{REQUEST_FILENAME} !-d RewriteRule . /index.php [L] # END WordPress