আসসালামু আলাইকুম
আমি একটা বিষয় নিয়ে খুবই কনফিউজড, আশা করি আপনারা সবাই আমাকে হেল্প করবেন।
আমি আগে কোনটা শেখা শুরু করব, আগে কি কোন স্কিল ডেভেলপমেন্ট করব নাকি আগে ইংরেজি শেখা শুরু করব। কোনটা আগে শুরু করলে ভালো হবে। আর আমার ইচ্ছা হচ্ছে আইটি সেক্টরে কাজ করার। তাই আমি আগে কোনটা দিয়ে শুরু করব ইংরেজি না স্কিল ডেভেলপমেন্ট। ফিউচারের জন্য কোনটা আগে শুরু করলে ভালো হবে। এখানে অনেকই আছেন অনেক অভিজ্ঞ ভাইয়েরা, আশা করু আপনারা আমাকে হেল্প করবেন সঠিকটা বুঝতে ও শুরু করতে। ধন্যবাদ।