discourse সেটআপ দেয়ার পর ব্ল্যাংক আসতেছে, কি করব?

আমাদের কমিউনিটির জন্য একটা ফোরাম সাইট করেছিলাম ম্যানুয়ালি, তবে ওইটা মেন্টেন করা কিছুটা কঠিন। এজন্য ওপেনসোর্স সল্যুশন খুজছিলাম।
কালকে vps বানিয়ে discourse সেটআপ দিতে গিয়ে ইমেইল কনফার্ম হচ্ছিল না, লিংক ক্লিক করলে ব্ল্যাংক পেজ আসছিল, পরে cli থেকে ইউজার ক্রিয়েট করেছি, এরপর থেকে পুরা সাইটই ব্ল্যাংক আসে।
লিংক - https://org.ruqyahbd.org/
তবে জাভাস্ক্রিপ্ট অফ করে দিয়ে রান করলে কিছু লিংক শো করে, তবে ব্যবহার করার মত না।

কোনো সল্যুশন প্লিজ? সেফ-মুড ট্রাই করেছিলাম, রিবিল্ড দিয়েছিলাম, কোনো লাভ হয় না।

আগে আমরা buddypress এবং buddyboss দিয়ে ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু এগুলো অনেক ভারি হয়ে যাচ্ছে + এত ফাংশন দরকার নাই আমাদের।

ঠিকঠাকমত সেটাপ হয়নি। বিল্ড প্রসেস এ ঝামেলা হয়েছে কনসোল থেকে বুঝলাম। আপনাদের কমিউনিটি এখন কি দিয়ে মেইনটেইন করছেন? সেটার লিংক দিয়েন তো দেখবো।

আমাদের কমিউনিটি ফেসবুকে একটিভ আসলে। ফোরামটা রিয়েক্ট, নোডযেএস ইত্যাদি দিয়ে বানাইছিল, কিন্তু এক দুজন এডমিন শুধু বুঝে এসব, তাই ইজি কিছুতে শিফট করতে পারলে ভাল হত।
গ্রুপের লিংক = https://facebook.com/groups/ruqyahbd

Flarum ইউজ করে দেখতে পারেন! এটার ইউআই ও কিছুটা ভালো অন্যগুলোর থেকে। ফাংশনালিটি হয়ত discourse এর থেকে কম হবে। তবে যা আছে যথেষ্ট।

ভাই, আপনি ডিসকোর্স এর সাথে এটার তূলনা করার আগে ব্যবহার করে দেখেন ডিসকোর্স।

1 Like

নির্দিষ্ট নিশে আলাপ-আলোচনা করা, এবং সাপোর্ট দেয়া-নেয়া টাইপ কমিউনিটি হিসেবে এটা অনেক সুবিধাজনক মনে হইসে।

1 Like