আমাদের কমিউনিটির জন্য একটা ফোরাম সাইট করেছিলাম ম্যানুয়ালি, তবে ওইটা মেন্টেন করা কিছুটা কঠিন। এজন্য ওপেনসোর্স সল্যুশন খুজছিলাম।
কালকে vps বানিয়ে discourse সেটআপ দিতে গিয়ে ইমেইল কনফার্ম হচ্ছিল না, লিংক ক্লিক করলে ব্ল্যাংক পেজ আসছিল, পরে cli থেকে ইউজার ক্রিয়েট করেছি, এরপর থেকে পুরা সাইটই ব্ল্যাংক আসে।
লিংক - https://org.ruqyahbd.org/
তবে জাভাস্ক্রিপ্ট অফ করে দিয়ে রান করলে কিছু লিংক শো করে, তবে ব্যবহার করার মত না।
কোনো সল্যুশন প্লিজ? সেফ-মুড ট্রাই করেছিলাম, রিবিল্ড দিয়েছিলাম, কোনো লাভ হয় না।
আমাদের কমিউনিটি ফেসবুকে একটিভ আসলে। ফোরামটা রিয়েক্ট, নোডযেএস ইত্যাদি দিয়ে বানাইছিল, কিন্তু এক দুজন এডমিন শুধু বুঝে এসব, তাই ইজি কিছুতে শিফট করতে পারলে ভাল হত।
গ্রুপের লিংক = https://facebook.com/groups/ruqyahbd