Just জিজ্ঞেস করার কারণে, না বললো। নাহলে তো হ্যা ই বলতো!
- এমন হয়েছে কখনো?
অনেক সময় যেটার Default Answer হ্যা ই বলতো, বা সাধারণত তেমন গুরুত্ব ই দিত না।
Simply কাউকে Ask করার জন্য বা Permission নিতে গেলে, সেটা নিয়ে কিছু সময় ভেবে Negative উত্তর দিলো।
Example:
স্যার HW টা কি Type করে Submit করলেই হবে, নাকি হাতে লিখে দিতে হবে?
(যেটা একভাবে দিলেই নিত) সেটাও জিজ্ঞেস করার কারণে এখন বলবে, না হাতে লিখে দিতে হবে, কারণ Type করলে Copy করা সহজ
এটা Human Psychology; যখন আমাদের কাছে Permission চাওয়া হয়, বা মতামত জানতে চাওয়া হয়, তখন আমরা feel করি যে, আমাদেরকে সেই Situation এর Control দেওয়া হয়েছে। এজন্য আমরা ভেবে চিন্তে মন মত করে উত্তর দেই।
প্রায় সময় উল্টা উত্তরটাই দেই, কারণ Just সম্মতি জানানোর মাঝে তো কোনো কৃতিত্ব নাই।
এজন্য দেখবেন বাড়ির বড় রা আমাদেরকে না জিজ্ঞেস করে অনেক কিছুর Decision Impose করে দেয়, এটা তারা তাদের Experience থেকেই করে।
কারণ আপনাকে control দিলেই বা মতামত দিতে বললেই যে আপনি মাতব্বরি করবেন সেটা তারা ভালো করেই জানে।
তাই তারা জেনে শুনেই আপনাকে সেই Decision taking position টা দেয় না।