১৫ হাজার Concurrent লাইভ পারটিসিপেন্টদের জন্য VPS সাজেশন প্রয়োজন

প্রোজেক্ট এর বিবরণ:
১. ৭দিন ব্যাপী একটা লাইভ ওয়েবিনার আয়োজন হবে।
২. ‍StreamYard এর মাধ্যমে ওয়েবিনারটি সম্প্রচার করা হবে।
৩. আমাদের ওয়েব এপ্লিকেশনটা পিএইচপি দিয়ে বানানো, কোন ডাটাবেজ কানেক্টিভিটি নাই।
৪. দুইটা মাত্র পেজ, একটা ইনডেক্স আরেকটা লাইভ। ইনডেক্স টা লোকাল হোস্টে ৫৭ মিলি সেকেন্ড সময় নেয়, ৪টা রিকুয়েস্টে।

১৫-২০ হাজার পারটিসিপেন্ট প্রতিদিন ৩-৪ঘন্টা ব্যাপী ওয়েবিনারটিতে যুক্ত থাকবে। এটার জন্য কি ধরণের সার্ভার, কত জিবি ram, কত টিবি ব্যান্ডওইথ এবং কিভাবে হোষ্ট করলে Uninterrupted সার্ভিস পাবো?

যদি streamyard on-air থেকে এমবেড করে stream করেন, তাহলে bandwidth কোন ইস্যু হবার কথা না।

একসাথে ১৫ হাজার মানুষ Embedded ওয়েব পেজটায় ৩-৪ ঘন্টা থাকবে যে সেটার জন্য কত জিবি Ram এর ভিপিএস দরকার?

পেইজ লেভেল ক্যাশিং করবেন। কিছুই করা লাগবে না।

1 Like