উইনডোজ ১১ এ টাক্সবারের পজিশন change করার কোনো উপায় আছে? Otherwise, StartAllBack Crack Need

উইনডোজ ১১ এর টাক্স বারের পজিশন উপরে নিচে ডানে বামে করার কোনো অফশন থাকে না তাই StartAllBack নামের একটা সফটওয়্যার ব্যবহার করতাম। কিন্তু এটার ট্রায়াল শেষ হয়ে যাওয়ায় বারবার পিসি অন করার পর রেজিষ্ট্রেশনের জন্য পপ আপ দেখাচ্ছে। অনলাইনে(Reddit) দেখলাম যারা reverse engineering করতে যানে তারা সহজেই নাকি ক্রাক করে ফেলতে পারবে এটা। ক্রাকিং সম্পর্কে ধারনা না থাকায় আমি পারছি না। তাই দয়া করে যদি দয়ালু গন্য মান্য জঘন্যরকমের কোনো Programmer থেকে থাকেন যে এটা ক্রাক করে দিতে পারবেন তাহলে অনেক Nice and Attractive হইতো আমার জন্য। প্রিজ কেউ সাহায্য করেন বারবার পপ আপ দেখতে ভাল লাগে না। অগ্রীম ধন্যবাদ।

উইনডোজ ১১ এ টাক্সবারের পজিশন change করার অন্য কোনো উপায় আছে?