লারাভেলের জন্য চমৎকার একটি এডিটর (Block Editor)

editorjs, আমার পছন্দের একটি ওপেন সোর্স “ব্লক-স্টাইল” এডিটর। এটি অনেকটা নোশনের এডিটরের মতো, যেখানে ব্লক কন্টেন্টের জন্য দারুণ সাপোর্ট পাওয়া যায়। খুব সহজেই কাস্টম ব্লক যুক্ত করা যায়। এর UI/UX সত্যিই প্রশংসনীয়। যারা CKEditor ব্যবহার করেন, তাদের জন্য একটি দারুণ বিকল্প হতে পারে এই এডিটরটি।

যে কোনও ধরণের বিল্ডার তৈরি করতে এই এডিটর চমৎকার কাজ করে।

weDevs-এর একটি অসাধারণ প্রোডাক্ট, weMail-এর ইমেইল বিল্ডার হিসেবেও এই এডিটরটি ব্যবহার করা হয়েছে।


এই এডিটরের আউটপুট হিসেবে JSON রিটার্ন হয়। আমরা যারা Laravel নিয়ে কাজ করি, বেশিরভাগ সময়ই HTML আউটপুট দেখাতে হয়। প্রায় ৩ বছর আগে Laravel-এ JSON আউটপুটকে HTML-এ রেন্ডার করার জন্য একটি প্যাকেজ বানিয়েছিলাম। মাঝখানে কন্ট্রিবিউট করার সময় পাইনি, তবে এখন আবার কাজ শুরু করেছি। আপনি চাইলে প্যাকেজটি ব্যবহার করে দেখতে পারেন।

এখন চলছে ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মাস “Hacktoberfest”। আপনি চাইলে এই প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারেন। কিছু ইস্যু দেওয়া আছে, চেষ্টা করে দেখতে পারেন।

লিঙ্কসঃ

7 Likes

বাহ বেশ তো। পরের প্রজেক্টে ব্যবহার করে দেখতে হবে।