auto deploy project bia GitHub on c-penal

আমি অনেক দিন ধরে একটা সমস্যার মুখোমুখি হচ্ছে যার সমাধান এখনো করতে পারছি না।

আমি আমার প্রজেক্টটা হোস্টিং সার্ভারে ডেপ্লয় করতে চাচ্ছি গিটহাবের থ্রুতে কিন্তু অনেক ঘাটাঘাটি করার পরও অটো ডেপ্লয় সিস্টেমটা এখনো করতে পারি নাই

এ ব্যাপারে একটু সাহায্য করলে আমি অনেক উপকৃত হব।

1 Like

See the video

1 Like

ভাইয়া! আমি প্রজেক্টটা গিটহাবে আপলোড করেছি কিন্তু সেই গিটহাবকে সি-পেনালে সাথে কানেক্ট করতে পারছি না।

Project cp up diye den

সরাসরি তো আপলোড দিলে কাজ কারে বাট আমি চাচ্ছি যে, আমার প্রজেক্টটা গিটহাবে রেখে সেখান থেকে সি-পেনালে কানেক্টেড করতে। এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায় কিন্তু তা অনেক আগের। এখন তা কাজ করে না।

চেটজিপিটি দিয়ে চেষ্টা করেছি তবে সেখানেও আমি ব্যর্থ হয়েছি। তাই বাস্তব অভিজ্ঞ ব্যক্তি খোজছি

Bhai jei kodu sei lou.
GitHub rekhe run hobe na sei apnar ftp account er modde diye file apnar cpanel hosting upload hobe GitHub theke. So apni GitHub repo ta download diye up korle problem ki? Or GitHub page use koren

আপনি এখনো বিষয়টা নিয়ে ভালো করে বুঝতে পারেন নাই।

মেনুয়াল আপলোড থেকে অটো আপলোড করার অপশন থাকলে কেন মেনুয়াল আপলোড দিব।

ভাই কি রিয়েক্ট প্রজেক্ট এর অটো বিল্ড হয়ে আপনার সি প্যানেলে আপলোড হবে এমন করতে চাচ্ছেন? মানে Vercel এর মতো?

জ্বী, ভাইয়া। ঠিক ভারসেলের মত করে আমার নিজস্ব সি-পেনালে ডেপ্লয় করতে চাচ্ছি

তাহলে আগে আপনি Vercel এ ডিপ্লয় করেন, এরপর আপনার ডোমেইন এখানে কানেক্ট করে নেন। ঝামেলা কম, তাও যদি মনে হয় আপনি সরাসরি সি প্যানেলেই করবেন তাহলে অনেক ঝামেলা, গিটহাব একশন থেকে এটা করতে পারবেন, chatgpt use করেন।

নিজে যদি না পারেন আমি করে দিতে পারবো, যোগাযোগ করতে পারেন। Share on WhatsApp

1 Like

একটু হেল্প করলে কৃতজ্ঞ থাকব